দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বেগবান ও শিল্পায়নকে শক্তিশালী করতে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত নীতি গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে গত কয়েক বছওে দেশ অনেক বিদেশি বিনিয়োগ এসেছে। তবে সরকারের উদারনীতি কাজে লাগিয়ে বিনিয়োগের মাধ্যমে দেশ থেকে বিপুল পরিমাণ বৈদৈশিক মুদ্রা নিয়ে যাচ্ছে কেউ কেউ।
২০১৮ সালে আকিজ টোব্যাকো অধিগ্রহণ করে বিনিয়োগ করা জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) দশ বছরে শুধুমাত্র সুদ বাবদ ৩ হাজার ৩৭০ কোটি টাকা নিয়ে যাবে বাংলাদেশ থেকে। এর বাইরে মূলধন বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ,বিদেশি কর্মীদের বেতন ও রয়্যালিটিসহ বিভিন্ন খাতে নেবে আরও বিপুল পরিমাণ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন,অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ যেমন দরকর তেমনি তারা কি পরিমাণ টাকা নিয়ে যাবেন সেটিও দেখা উচিত। কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে লভ্যাংশের টাকা পুন:বিনিয়োগ করার শর্ত দেয়া যেতে পারে। আবার সাবসিডিয়ারি কোম্পানি খুলে ঋণ হিসাবে বিনিয়োগ করলে তার সুদহার যেনো কম হয় সেদিকে নজর রাখতে হবে।
একজন জ্যেষ্ঠ অর্থনীতিবিদের মতে, ঋণ হিসাবে বিদেশি বিনিয়োগ অনুমোদন দিলে সাধারণত ২ থেকে ৩ শতাংশ সুদহার থাকা উচিত। সব দেশেই বিদেশি ঋণে সুদহার ৫ শতাংশের নিচে হয়।
জানা গেছে, ২০১৮ সালে দেশে সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগ আসা জাপান টোব্যাকো তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৬৩০ কোটি টাকা ঋণ দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করে। ঋণের এ টাকা ২০২২ সাল থেকে পরবর্তী ১০ বছরের মধ্যে পরিশোধের পাশাপাশি ৫ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হবে।
বাংলাদেশে প্রতিষ্ঠিত জেটিআই বাংলাদেশকে তাদের মাদার কোম্পানির কাছে ২০২২ সাল পরবর্তী ১০ বছরে ৯ হাজার ৯৫০ কোটি টাকার (আসল ৬,৬৩০ + দশ বছরের সুদ ৩,৩২০ কোটি) সমপরিমাণ বৈদেশিক মুদ্রা (১১৭ কোটি মার্কিন ডলার) বিদেশে পাঠাবে। অথচ বিশ্বব্যাংকসহ বৈদেশকি ঋণদান অন্যান্য সংস্থা থেকে ঋণ নিলে সুদের পরিমাণ এক হাজার কোটি টাকার কম হতো। মার্কিন ডলারে সরল সুদে এর পরিমাণ হওয়ার কথা মাত্র ৩৯ দশমিক শুন্য ৬ কোটি ডলার।
সুদের বাইরেও সাবসিডিয়ারি কোম্পানিকে দেয়া আরো প্রায় ৬ হাজার কোটি টাকার মূলধনের লভ্যাংশ বাবদ বিপুল টাকা জাপানে পাঠাবে জেটিআই। যদিও কোম্পানির মুনাফা অর্জনের আগে এ টাকার পরিমাণ বলা সম্ভব নয়। তবে বিপুল বিনিয়োগের বিপরীতে বড় লভ্যাংশই চাইবে কোম্পানিটি। এছাড়া কোম্পানিতে কর্মরত ৮০ জনের অধিক বিদেশি বিশেষজ্ঞ বছরে বেতন বাবদ নিয়ে যাবে বিপুল পরিমাণ অর্থ।
জাপান টোব্যাকোর বিনিয়োগ চিত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১৮ সালের ৬ আগস্ট জাপানি কোম্পানিটি ১৪৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অর্থ্যাৎ বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৩৯৮ কোটি টাকায় আকিজ টোব্যাকোর সব ব্যবসা কিনে নেয়। ব্যবসা কেনার সময় আকিজ টোব্যাকোর সঙ্গে চুক্তি অনুযায়ী আগের কর্মকর্তাদের ব্যবসা পরিচালনার কথা থাকলেও পরবর্তীতে অন্তত ৮০ জন বিদেশি উর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ দিয়েছে তারা।
জাপান টোব্যাকো এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে, বিশ্বে ১৩০টি দেশে তাদের কার্যক্রম আছে। প্রতিষ্ঠানটিতে কাজ করে প্রায় ৬০ হাজার কর্মী। তারা উইনস্টন,ক্যামেল,মেভিয়াস ও এলডি ব্র্যান্ডের সিগারেট বাজারজাত করে, যা বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত ব্র্যান্ড। তামাকের পাশাপাশি জাপান টোব্যাকো ই-সিগারেট বাজারজাত করে থাকে।
বার্তা সংস্থার রয়টার্স বলছে, জাপান টোব্যাকো বিশ্বের তৃতীয় শীর্ষ তামাক কোম্পানি। বাংলাদেশ বিশ্বে সিগারেটের অষ্টম বৃহত্তম বাজার। এই বাজারে জাপান টোব্যাকোর কিনে নেয়া আকিজের হিস্যা ২০ শতাংশ। ব্র্যান্ডগুলোর মধ্যে নেভি,শেখসহ অন্যান্য তামাক ব্যবসা লাভজনক। বাংলাদেশি কোম্পানির ব্যবসা অধিগ্রহণের ফলে তাদের মোট বিক্রির পরিমাণ ১ হাজার ৭০০ ইউনিট বাড়বে।
কোম্পানিটি বলছে,সম্প্রসারণশীল বাজারগুলোতে ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে তারা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে এসেছে। তবে বিনিয়োগের কঠিন শর্ত ও বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি কোম্পানিটির কাছ থেকে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সুপারিশের প্রেক্ষিতে দেশে বিদেশি বিনিয়োগ অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। বিদেশি বিনিয়োগ দেশের প্রত্যাশা পূরণ না হলে সাধারণত অনুমোদন দেয় না বাংলাদেশ ব্যাংক। তবে কঠিন শর্ত হলেও বড় বিনিয়োগকে উৎসাহিত করতে জাপান টোব্যাকোকে ছাড় দিয়েছে দেশের কেন্দ্রিয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সাধারণত ক্যাপিটাল বিনিয়োগ হয়। মাদার কোম্পানি সাবসিডিয়ারিকে ঋণ হিসাবে দিয়েও বিনিয়োগ করে। তবে অধিকাংশই ক্ষেত্রেই তা সুদমুক্ত হয়। অন্য বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সাধারণত ৩ দশমিক ৫ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। তবে ১ থেকে ১০ শতাংশ পর্যন্ত সুদ গ্রহণের সুযোগ রয়েছে বিনিয়োগকারীদের।