Top

লেনদেনের শীর্ষে ফার্মা খাত

২৮ ডিসেম্বর, ২০২০ ৭:০৬ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে ফার্মা খাত

সপ্তাহের দ্বিতীয় কাযদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ১ হাজার ৩ শত ৪৬ কোটি টাকার লেনদেনের মধ্যে ১৫.১৯ শতাংম বা ১৯৮ কোটি টাকা লেনদেন করে সবার শীর্ষে অবস্থান করছে ফার্মা খাত। তবে এ দিন সব চেয়ে বেশি কোম্পানির দর বেড়েছে মিউচুয়াল ফান্ড খাতের ইউনিট গুলোর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিন ফার্মা খাতের কোম্পানি গুলোর মধ্যে দর কমেছেছে ১৫টির। দর কমেছে ১১টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির দর।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বিবিধ খাত। দিন শেষে খাতটিতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১২.৩১ শতাংশ বা ১৬০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দর বেড়েছে ৭টি কোম্পানির। দর কমেছে ৪টি কোম্পানির।

খাত ভিত্তিক লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাত। দিন শেষৈ খাতটিতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১০.৬২ শতাংশ বা ১৩৮ কোটি টাকা। দিনশেষে খাতটিতে ১৪টি কোম্পানির দর বেড়েছে । দর কমেছে ৭টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির।

এছাড়াও, প্রকৌশল খাতে ৯.৭৭ শতাংশ বা ১২৭ কোটি টাকা। ব্যাংক খাতে ৯.৬০ শতাংশ বা ১২৫ কোটি টাকা। বীমা খাতে৮.৯০ শতাংশ বা ১১৬ কোটি টাকা।মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.৩৩ শতাংশ বা ৬৯ কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানী খাতে ৪.৬৭ শতাংশ বা ৬১ কোটি টাকা লেনদেন হয়েছে।

বস্ত্র খাতে ৫৮ কোটি, সিমেন্ট খাতে ৫১ কোটি, টেলিকমিনিউকেশন খাতে ৪৮ কোটি, খাদ্য এবং আনুষাঙ্গিক খাতে ৩৪ কোটি, আইটি খাতে ২৮ কোটি, সিরামিক খাতে ২৪ কোটি, চামড়া খাতে ২১ কোটি, আবাসন খাতে ১৩ কোটি, পাট খাতে ১২ কোটি, ভ্রমণ খাতে ৮ কোটি এবং পেপার এন্ড প্রিন্টিং খাতে ৫ কোটি টাকার লেনদেন হয়।

শেয়ার