প্রথম ধাপের নির্বাচনে ২৩টি পৌরসভার ফলাফল পাওয়া গেছে। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন ১৭টি পৌরসভায়। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন তিন পৌরসভায়, বিএনপি জয় পেয়েছে মাত্র দুটিতে। ভোটগ্রহণের দিন গতকাল সোমবার দুপুরে খুলনার চালনা পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানকার ফলাফল স্থগিত রাখা হয়েছে।
বরিশাল: উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। বাকেরগঞ্জে জয় পেয়েছেন লোকমান হোসেন ডাকুয়া। তার প্রাপ্ত ভোট ৭ হাজার ৪১। ৫ হাজার ৭০৫ ভোট পেয়ে উজিরপুরে জিতেছেন গিয়াস উদ্দিন বেপারী।
রাজশাহী: ১৬ হাজার ১৬৫ ভোট পেয়ে কাঁটাখালী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্বাস আলী। পুঠিয়ায় জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আল মামুন খান। তিনি পেয়েছেন ৫ হাজার ৯২০ ভোট।
ঢাকা: ধামরাইয়ে ২৩ হাজার ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবীর।
মানিকগঞ্জ: নৌকা প্রতীকের প্রার্থী মো. রমজান আলী ৩১ হাজার ৫৮৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
বরগুনার: বেতাগী পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ বি এম গোলাম কবির। ৬ হাজার ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
ময়মনসিংহ: গফরগাঁও পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন ১২ হাজার ৪১১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
নেত্রকোনা: মদন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম সাইফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট।
পটুয়াখালী: কুয়াকাটায় স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে মো. আনোয়ার হাওলাদার ৩ হাজার ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার: বড়লেখা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী জয়লাভ করেছেন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৯৭৮।
ঠাকুরগাঁও: পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ৯ হাজার ২৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুড়িগ্রাম: পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কাজিউল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৯ হাজার ৭৭৩।
কুষ্টিয়া: খোকসায় মেয়র পদে দ্বিতীয়বারের মতো ৯ হাজার ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের তারিকুল ইসলাম।
দিনাজপুর: ফুলবাড়ীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন ৭ হাজার ৭৪৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ: শায়েস্তাগঞ্জে বিএনপি প্রার্থী মো. ফরিদ আহমেদ অলি ৩ হাজার ৮৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
পঞ্চগড়: আওয়ামী লীগ প্রার্থী জাকিয়া খাতুন ১২ হাজার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রংপুর: বদরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী টুটুল ৯ হাজার ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
চুয়াডাঙ্গা: আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন ২২ হাজার ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
পাবনার: চাটমোহরে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ৬ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ: শাহজাদপুরে নৌকার প্রার্থী মনির আক্তার খান তরু লোদী ২৯ হাজার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ: দিরাই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায় জয়লাভ করেছেন। তিনি ৫ হাজার ৯১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম: সীতাকুণ্ডু পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা বদিউল আলম। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট।
বাণিজ্য প্রতিদিন/এমআর