এইচএসসি ও সমমানের ফল নিয়ে কেউ অসন্তুষ্ট হবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বই উৎসব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, করোনার কারণে এবার বিশেষ পরিস্থিতিতে ফল দেয়া হচ্ছে। ফল নিয়ে যদি কোনো শিক্ষার্থী ক্ষুব্ধ হন তাহলে তিনি নিজ শিক্ষা বোর্ডে আবেদন করতে পারবেন। তবে আশা করছি রেজাল্ট নিয়ে কেউ অসন্তুষ্ট হবেন না।