সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৭০ বারে ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৮৭ বারে ১৯ হাজার ৫৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। ফান্ডটি ১৮১ বারে ৭ লাখ ৭০ হাজার ৪১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল সার্ভিসেসের ৫ দশমিক ৯৫ শতাংশ, এপেক্স ফুডের ৪ দশমিক ৬৪ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৪ দশমিক ৬২ শতাংশ, ইফাদ অটোসের ৪ দশমিক ৫৮ শতাংশ, আমান ফিডের ৪ দশমিক ৪৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৪ দশমিক ১৬ শতাংশ ও মতিন স্পিনিংয়ের ৪ দশমিক ০৫ শতাংশ শেয়ার দর কমেছে।