Top

তিন দফা দাবিতে জাবিতে অবস্থান কর্মসূচী

০৬ ফেব্রুয়ারি, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ
তিন দফা দাবিতে জাবিতে অবস্থান কর্মসূচী
মেহদী ইসলাম, জাবি :

৩৭ বছরেও চাকরী স্থায়ী হয়নি জাবির ডাইনিং হল কর্মচারীদের, চাকরি স্থায়ীত্বকরনের দাবিসহ তিন দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর স্বারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হল কর্মচারী সমিতি।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব বরাবর এ স্বারক লিপি প্রদান করেন তারা।

তাদের তিন দফা দাবিগুলো হলো: চাকরি স্থায়ী করা, চাকরীর বয়সসীমা ৬৫ করা এবং ডাইনিং কর্মচারীদের বিমার আওতায় আনা।

এর আগে বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা।

অবস্থান কর্মসূচিতে ডাইনিং কর্মচারী আসাদ মিয়া বলেন, আমি ৩৭ বছর ধরে কাজ করছি বেতন হলো ৮ হাজার টাকা। এই টাকা দিয়ে পরিবার চালানো খুবই কঠিন , আমাদের চাকুরীও স্থায়ী না। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি প্রশাসনকে কিন্তু কেউ কিছু করছে না।”

ডাইনিং কর্মচারী রোজিনা ইসলাম বলেন, “আমরা বৈষম্যের স্বীকার হচ্ছি, একজন কর্মচারী সে শিক্ষা ভাতা পায় ১০০০ টাকা, যেখানে আমারা পাই ৫০০ টাকা, এই টাকা দিয়ে আমরা কিভাবে সন্তানদের পড়াবো।”

কর্মচারী সমিতির সভাপতি মনির বলেন, “যখনই কোন প্রভোস্টের কাছে দাবি দাওয়া নিয়ে যাই তারা বলেন আমরা নতুন এসেছি পরে এইসব নিয়ে আলোচনা করবো। তারপর আর তাদের খবর নেই। আমাদেরকে দেখার কি কোন মানুষ নেই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি মোহা. মুজিবুর রহমান বলেন, “ইউজিসি থেকে নিয়ম রয়েছে পোস্ট ছাড়া কাউকে রিক্রুট করা যাবে না। আমি ভিসি ম্যাডামকে জানিয়েছি, তিনি বলেছেন বিষয়টি নিয়ে বসবেন।”

শেয়ার