পুঁজিবাজারের সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাজারের আকার বাড়ানো ও বিনিয়োগাকারীদের সহজে বিনিয়োগে আনতে ব্রোকারেজ হাউজের শাখা খোলার সুযোগ দেওয়া হয়েছে।
বুধবার বিএসইসির উপ-পরিচালক (রেজিস্ট্রেশন) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের অধিন কমিশন কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত স্টক ব্রোকারেজদের শাখা অফিস খোলা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কমিশনের ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ইস্যুকৃত নির্দেশনাটি প্রত্যাহার করা হলো। এর মাধ্যমে ব্রোকারেজ হাউজগুলো শাখা খোলার সুযোগ পেয়েছে।
বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান বির্বাহীদের কাছে প্রেরণ করা হয়েছে।