এখন থেকে ব্যাংকগুলোকে বৈদেশিক দায়দেনার সব ধরনের তথ্য প্রতিদিন বাংলাদেশ ব্যাংককে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, অফশোর ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকিংয়ে বৈদেশিক সব ধরনের সম্পদ ও দেনার তথ্য পাঠাতে হবে আরও বিস্তারিতভাবে। একই সঙ্গে পাঠাতে হবে চীনা মুদ্রার সব ধরনের তথ্য।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বৈদেশিক মুদ্রার তথ্য পাঠানোর বিষয়ে বিস্তারিত একটি ফরমেট দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে তথ্য পাঠাতে হবে পরীক্ষামূলকভাবে। আগামী ২১ মার্চ থেকে পাঠাতে হবে চূড়ান্ত ভিত্তিতে। এর মধ্যে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো একে ‘ওপেন পজিশন স্টেটমেন্ট’ হিসাবে অভিহিত করে। অর্থাৎ প্রতিদিনের লেনদেন শুরুর আগে ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার মজুদ, দায়দেনা, নস্ট্রো অ্যাকাউন্টে (বিদেশে বাংলাদেশি ব্যাংকগুলোর অ্যাকাউন্ট) জমা বিভিন্ন তথ্য পাঠাতে হয়।
সূত্র জানায়, আগে থেকে ব্যাংকগুলো মার্কিন ডলার, ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো, যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড, জাপানের মুদ্রা ইয়েনসহ বিভিন্ন তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হতো। কিন্তু চীনা মুদ্রা আরএমবির কোনো তথ্য পাঠানো বাধ্যতামূলক ছিল না। এখন থেকে চীনা মুদ্রারও সব ধরনের তথ্য পাঠাতে হবে।
সূত্র জানায়, বাণিজ্যিক ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিট (বৈদেশিক মুদ্রায় আমানত সংগ্রহ করে নির্দিষ্ট একটি স্থানে বিনিয়োগ) থেকে অর্থ পাচারের ঘটনাটি কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে অফশোর ব্যাংকিং ইউনিটে তদারকি আরও বাড়ানো হয়েছে। এখন থেকে অফশোর ব্যাংকিংয়ের দায়দেনাসহ সব ধরনের তথ্য পাঠাতে হবে। আগে এত তথ্য নেওয়া হতো না।
নতুন ফরমেট অনুযায়ী, এখন থেকে প্রতিটি মুদ্রায় ব্যাংকগুলোর সব তথ্য পাঠাতে হবে। আগে সব মুদ্রার তথ্য পাঠাতে হতো না। ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রায় স্বল্প ও দীর্ঘমেয়াদি দায়দেনা, বৈদেশিক মুদ্রার নগদ, আগামীতে কেমন মুদ্রা আয় ও ব্যয় হবে-এসব তথ্যও পাঠাতে হবে। ব্যাংকগুলোর নস্ট্রো অ্যাকাউন্টের স্থিতির চিত্রও তুলে ধরতে হবে।
প্রসাবীদের সঞ্চয়ী উপকরণ নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্টের দায়দেনা ও মুনাফার তথ্যও দিতে হবে বিস্তারিতভাবে।
এতে বলা হয়, বিভিন্ন ধরনের এলসির দায়দেনা, বৈদেশিক মুদ্রার বিভিন্ন তহবিলের বিবরণ, ব্যাংকগুলোর বৈদেশিক সহযোগী কোম্পানি ও এক্সচেঞ্জ হাউজের বৈদেশিক মুদ্রার তথ্যও পাঠাতে হবে। বৈদেশিক মুদ্রায় ডিমান্ড ড্রাফট (ডিডি), মানি ড্রাফট (এমডি), টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি), মানিটারি ট্রান্সফার (এমটি) ইত্যাদি ব্যাংকিং উপকরণের মাধ্যমে যেসব দেনা পরিশোধ করতে হবে সেগুলোর তথ্যও পাঠাতে হবে প্রতিদিনের বিবরণীতে।