Top

চতুর্থ ধাপে ইবিতে ভর্তির বিজ্ঞপ্তি

১৫ ফেব্রুয়ারি, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
চতুর্থ ধাপে ইবিতে ভর্তির বিজ্ঞপ্তি
এম বি রিয়াদ, ইবি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত ৭ই ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ভর্তি শেষে তিন ইউনিটে এখনও ফাঁকা রয়েছে ৬০ শতাংশ আসন। বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে মোট দুই হাজার ৯৫টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৮২৫ জন। ফলে অবশিষ্ট ১ হাজার ২৭০টি আসনে ভর্তির জন্য এবার চতুর্থ ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১মিনিটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, খালি আসনগুলোতে ভর্তির জন্য আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে সকাল ১০টা থেকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রথম দিন ২২ ফেব্রুয়ারি ’এ’ ইউনিটে (১৮৫৫-৫৩৫০) ’বি’ ইউনিটে (১৪২৬-২৯২৬) এবং ’সি’ ইউনিটে (১০৫৭-২৫৫৭) মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের স্বাক্ষাৎকার নেয়া হবে। প্রথম দিনের সাক্ষাৎকার শেষে আসন খালি থাকা সাপেক্ষে পরের দিন ২৩ ফেব্রুয়ারি ’এ’ ইউনিটে (৫৩৫১-৬৮৫০) ’বি’ ইউনিটে (২৯২৭-৪৩২৬) এবং ’সি’ ইউনিটে (২৫৫৮-৪০৫৮) মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের স্বাক্ষাৎকার নেয়া হবে। এছাড়া আগামী ২৬ ফেব্রুয়ারি শুধু আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য (১৪২৬-১১৩৫০) মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উত্তীর্ণদের আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এদিকে ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীনবরণ ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভর্তি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

শেয়ার