দেশীয় জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর ৩৭৮ টাকায় পুঁজিবাজারে লেনদেন শুরু করে। ওয়ালটন তালিকাভুক্ত হওয়ার পর পুঁজিবাজার বিশ্লেষকরা বলেছিলেন, ওয়ালটনের মতো বড় ও স্বচ্ছ কোম্পানি পুঁজিবাজার চাঙ্গা করতে পারবে, পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব রাখতে পারবে। এতে বিনিয়াগকারীরা উপকৃত হবেন। তাদের সেই আশাকে বাস্তবে রূপ দিয়ে পুঁজিবাজারে আসার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে ওয়ালটন।
তালিকাভুক্তির সময় ওয়ালটনের বাজার মূলধন ছিল ৭ হাজার ৬৩৩ কোটি টাকা। বছর শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৪০ কোটি টাকায়। এত অল্প সময়ে বিশেষ করে করোনার মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারের ইতিহাসে আর কোনো কোম্পানির বাজার মূলধন এত বেশি হারে বাড়েনি। সব মিলিয়ে ২০২০ সালে পুঁজিবাজারের সবচেয়ে আলোড়িত কোম্পানি ছিল ওয়ালটন।
পুঁজিবাজারে আসার পর একে একে রেনাটা, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিএটিবিসির মতো কোম্পানিকে ছাড়িয়ে যায় ওয়ালটন হাই-টেকের বাজার মূলধন। এক্ষেত্রে গ্রামীণফোনের পরই রয়েছে প্রতিষ্ঠানটির অবস্থান। পুঁজিবাজারের মোট বাজার মূলধনের ৮ দশমিক ৭ শতাংশই এখন ওয়ালটনের দখলে। কোম্পানিটির মূলধন যে গতিতে বাড়ছে তাতে প্রথম স্থানে থাকা গ্রামীণফোনকে ছাড়িয়ে যেতে খুব বেশি সময় লাগবে না বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
বর্তমানে ওয়ালটনের মোট শেয়ারের ৯৯ দশমিক শূন্য ৩ শতাংশই রয়েছে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে দশমিক ২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে দশমিক ৭০ শতাংশ শেয়ার। বুধবারের শেয়ারদর অনুযায়ী ওয়ালটনের উদ্যোক্তাদের কাছে থাকা শেয়ারের মূল্য ৩৩ হাজার ৪১২ কোটি টাকা। ফলে কোম্পানি হিসেবে ওয়ালটনের পাশাপাশি এর উদ্যোক্তারাও পুঁজিবাজারের অন্যতম শীর্ষ সম্পদশালীতে পরিণত হয়েছেন। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছেও এখন ওয়ালটনের শেয়ারের চাহিদা তুঙ্গে।
আইপিওর বিডিং প্রক্রিয়ায় যোগ্য বিনিয়োগকারীরা ওয়ালটনের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করেছিলেন ৩১৫ টাকা। আর সাধারণ বিনিয়োগকারীরা ২০ শতাংশ কমে ২৫২ টাকায় পেয়েছেন কোম্পানিটির শেয়ার। লেনদেন শুরুর দিনেই কোম্পানিটির শেয়ারদর ৩৭৮ টাকায় দাঁড়ায়। সে হিসাবে লেনদেনের প্রথম দিন শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১১ হাজার ৪৫০ কোটি টাকা। এর পর থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল কোম্পানিটির শেয়ারদরে। এরপর মাত্র সাতদিনেই হাজার টাকা ছাড়িয়ে যায় কোম্পানিটির শেয়ারদর। মাঝে কিছুদিন সংশোধন হলেও ডিসেম্বরের শুরু থেকেই আবারো ঊর্ধ্বমুখী হতে থাকে ওয়ালটনের শেয়ারদর। বুধবার সর্বশেষ কোম্পানিটির শেয়ার ১ হাজার ১১৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। এ যাত্রায় আইপিও প্রসপেক্টাসে দেয়া শেয়ারের সর্বোচ্চ ভ্যালুয়েশনও ছাড়িয়েছে ওয়ালটন।
জানা গেছে, ২০০৮ সালে কোম্পানিটি ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। এরই মধ্যে তারা দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক হিসেবে জায়গা করে নিয়েছে। কোম্পানিটির উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, টিভি, ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স। তাছাড়া বিদেশে রেফ্রিজারেটর ও কম্প্রেসরও রফতানি করছে ওয়ালটন। কভিডের সময়ে কোম্পানিটি নিজেদের কারখানায় ভেন্টিলেটর উৎপাদনের উদ্যোগ নেয়।