Top

ম্যাসেঞ্জারে আসা ‘হুয়াওয়ের নববর্ষ গিফট’ ফাঁদ থেকে সাবধান!

৩১ ডিসেম্বর, ২০২০ ৯:৪৫ অপরাহ্ণ
ম্যাসেঞ্জারে আসা ‘হুয়াওয়ের নববর্ষ গিফট’ ফাঁদ থেকে সাবধান!

সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে পড়েছে ‘হুয়াওয়ে নিউজ ইয়ার গিফট’ নামে নতুন প্রতারণার ফাঁদ। ভুয়া ওই পোস্টে একটি লিংক দেয়া হয়েছে। যেখানে ক্লিক করা মাত্র বেহাত হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত কোন তথ্য কিংবা নথি। তাই এমন পোস্ট ও তার শেয়ার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুয়াওয়ের লোগো এবং নতুন বছরের উপহার নামক একটি ওয়েবসাইট লিংক।

চীনা প্রযু্ক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ভুয়া এবং এমন কোনো উপহার দিচ্ছে না হুয়াওয়ে।

এ ধরনের বার্তার সঙ্গে প্রতিষ্ঠানটির কোন সম্পর্ক নেই বলেও জানিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশনস বিভাগ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যে ওয়েবসাইট লিংক ব্যবহার করা হয়েছে সেটি তাদের নয়। এমন কোন কিছু তারা প্রচারও করছে না নতুন বছর উপলক্ষ্যে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে এই লিংকটি ক্লিক বা অন্য কাউকে শেয়ার না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার