খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন- পাহাড়ের শিক্ষার প্রসার ঘটাতে সরকার ব্যপক ভাবে কাজ করছে। বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটি জেলা পরিষদ ও এসআইডি-সিএইচটি প্রকল্পের আয়োজনে জেলা পরিষদের সম্মেলন কক্ষ্যে রাঙামাটির ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশ রুম সিস্টেম হস্তান্তরের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন- অতীতের কোন সরকার পার্বত্যঞ্চলের শিক্ষার উন্নয়নে এত আন্তরিক ছিলো না। বর্তমান আওয়ামীলীগ সরকার পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে শিক্ষার আলো পৌছে দিয়েছে।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, বিপুল ত্রিপুরা, রেমলিয়ানা পাংখোয়া, আছমা বেগম, মো. আব্দুর রহিম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.আশরাফুল ইসলাম, পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর আগত অতিথিরা রাঙামাটির ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশ রুম সিস্টেম হস্তান্তরের উদ্বোধন করেন।
শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারী ক্ষমতায়ন কম্পোনেন্ট, এসআইডি-সিএইচটি প্রকল্প পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি’র যৌথ প্রকল্প এটি।