সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ শাহ আলম।
এ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান।
জেলা সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ ও জেলা সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।
এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেত্রী শ্যামলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজীব, কেরানীগঞ্জ শাখার সভাপতি চাঁন মিয়া শিকদার, খ.ম আখতার হোসেন, অনু সরকার, সূর্য বারী, নবী নেওয়াজ খান বিনু, নীলা রহমান, মাহমাদুল হাসান লালন, আতাউর রহমান বরাত, সুলতানা রাজিয়া মিলন, আব্দুল আলীম মন্ডল, মেহেদী পারভেজ, উত্তম কুমার, মঞ্জুরুল ইসলাম ডাবলু, শাহেদ সেলিম, রাজীব আহম্মেদ, আশিক আবেদীন, বি এম মামুন, সঞ্জীব সরকার, সোহেল রানা বিপ্লব, আরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়।