ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভূমিকম্পের ফলে কেঁপে উঠে দ্বীপটির বিভিন্ন অঞ্চল।
স্থানীয়রা জানান, প্রথমবার ভূ-কম্পনের পর তারা বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেন, ঠি সেসময় দ্বিতীয়বার আঘাত হানে আরও একটি বড় ধরনের ভূ-কম্পন।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, পশ্চিম সুমাত্রার প্রদেশের বুকিটিংগি শহর থেকে ৭০ কিলোমিটার দূর থেকে আঘাত হানে এটি। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার পর্যন্ত।
এদিকে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে খবর পাওয়া গেছে। কুয়ালালামপুর থেকে ৩৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ভূ-কম্পনটি হয়।
২০০৪ সালেও সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়েছিল। এতে ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি হয় যার মধ্যে ১ লাখ ৭০ হাজার মানুষ মারা গিয়েছিলেন শুধু ইন্দোনেশিয়াতেই।