মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “দেশে নারীর ক্ষমতায়নে আয়েশা খানম অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। নারী অধিকার প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
রাষ্ট্রপতি এ নারী নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসা আয়েশা খানম শনিবার ভোরে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আয়েশা খানম বাষট্টির ছাত্রআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন।
বাণিজ্যপ্রতিদিন/এমএইচ