Top

পাঁচ সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ‘লম্বু মোশারফ’ গ্রেপ্তার

২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ
পাঁচ সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ‘লম্বু মোশারফ’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: :

ঢাকার হাজারীবাগ, কেরানীগঞ্জ, সাভার, বসিলা ও মোহাম্মদপুর এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ডে অভিযুক্ত ‘মোশারফ’ বাহিনীর মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে লম্বু মোশারফ ওরফে গলাকাটা মোশারফ ওরফে গাংচিল মোশারফকে তার পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, মো. মোশারফ ওরফে লম্বু মোশারফ ওরফে গলাকাটা মোশারফ ওরফে গাংচিল মোশারফ (৪৫), মো. বিল্লাল ওরফে মো. বিল্লাল হোসেন ওরফে চোরা বিল্লাল (৩০), মো. মোহন ওরফে বাইক মোহন (৩১),সাহাবুদ্দিন সাবু ওরফে সাবু ওরফে জলদস্যু সাবু (৪৪), মো. রুবেল ওরফে ডাকাত রুবেল ওরফে ট্রলার রুবেল (৩৩) ও মো. সুমন মিয়া ওরফে সুমন হোসেন (৩০)।

রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মহিন সোমবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

র‌্যাব কর্মকর্তা জানান, বিভিন্ন সময়ে অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, রাজধানীর মোহাম্মদপুর ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত নৌপথ, মার্কেট, বাসস্ট্যান্ড ও হাউজিং প্রতিষ্ঠান কেন্দ্রিক চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, হত্যাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর পরপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে র‌্যাব-২ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে শীর্ষ সন্ত্রাসী কবির হোসেনকে তার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

লম্বু মোশারফের নির্দেশে তার সহযোগীরা বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে বালু ভর্তি ট্রলার, ইটের কার্গো ও অন্যান্য জাহাজ আটকিয়ে চাঁদাবাজি ও ডাকাতি পরিচালনা করতো। এ ছাড়াও লম্বু মোশারফ ও তার সহযোগীরা সাভার ও তুরাগ এলাকার বিভিন্ন ইট ভাটার মালিকের নিকট হতে মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করতো। তারা মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকাসমূহের বিভিন্ন হাউজিং এলাকায় নির্মানাধীন ভবন, নতুন বাড়ির মালিক ও ব্যবসায়ীদের নিকট জমি দখলের নামে চাঁদাবাজি করতো। কেউ চাঁদা দিতে রাজি না হলে লম্বু মোশারফের বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করতো।

এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-২ লম্বু মোশারফ ও তার সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল গত ২৭ ফেব্রয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এলাকার শীর্ষ সন্ত্রাসী মো. মোশারফ ওরফে লম্বু মোশারফ ওরফে গলাকাটা মোশারফ ওরফে গাংচিল মোশারফ (৪৫) এবং তার পাঁচজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে একাধিকবার জেলে গিয়েছিল লম্বু মোশারফ।

 

 

শেয়ার