Top
সর্বশেষ

স্যাটেলাইট ছবিতে কিয়েভের ধ্বংসযজ্ঞ

০৩ মার্চ, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ
স্যাটেলাইট ছবিতে কিয়েভের ধ্বংসযজ্ঞ
আন্তর্জাতিক ডেস্ক :

ছবিগুলো ২৮ ফেব্রুয়ারি ধারণ করেছে ম্যাক্সার টেকনোলজিস। তারপর থেকে রুশ হামলায় ইউক্রেনে এত বেশি ধোঁয়ার সৃষ্টি হয়েছে, যে কারণে বেশিরভাগ স্যাটেলাইট দেশটির চিত্র ধারণে এবং পর্যবেক্ষণে বাধার সম্মুখীন হয়েছে।

স্যাটেলাইটে তোলা একটি ছবিতে কারনিভের রিভনোপিলিয়া গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়, যেটির অবস্থান রাজধানী কিয়েভ থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে। গ্রামটির চারপাশে বেশ কিছু বড় বড় গর্তও দেখা গেছে।

কারনিভে স্ট্রাজেন নদীর ওপর নির্মিত একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। সেটির আশপাশের আবাসিক ভবন ও ফ্যাক্টরি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখা গেছে স্যাটেলাইটে ধারণ করা ছবিতে। এছাড়া কাছের একটি সড়কে রাশিয়ান সেনাবাহিনীর বহর দেখা গেছে।

স্যাটেলাইট ছবিতে আরও দেখা গেছে, কিয়েভের বুচা শহরে একটি আবাসিক এলাকায় রাশিয়ান সেনাবাহিনীর গাড়িতে আগুন জ্বলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন যে তারা রাশিয়ার একটি আগ্রাসনকে রুখে দিতে সক্ষম হয়েছে।

কিয়েভে থেকে ৭০ কিলোমিটার উত্তরপশ্চিমের ছোট্ট শহর সুকাচির একটি সড়কের মধ্যভাগে রুশ হামলার বড় প্রভাব দেখা গেছে। এছাড়া কাছাকাছি বসত-বাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্যাটেলাইট ছবিতে কিয়েভ ও কারনিভে দৈনন্দিন জীবনযাত্রার চিত্রও দেখা গেছে। যেখানে কয়েকশ মানুষকে সুপারমার্কেটের বাইরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শেয়ার