Top

আইসিটি এম্বাসেডর প্রভাষক স্বপন কুমার

০৪ মার্চ, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ
আইসিটি এম্বাসেডর প্রভাষক স্বপন কুমার
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক স্বপন কুমার দাশ  ICT4E জেলা শিক্ষক  এম্বাসেডর নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক পরিচালিত a2i – Aspire to Innovate, ICT Division, Bangladesh প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের ওয়েব পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফরম শিক্ষক বাতায়নের ICT4E জেলা শিক্ষক এম্বাসেডর নির্বাচিত হন তিনি। তিনি মাইক্রোসফট এডুকেশন  সেন্টার,মুক্তপাঠ ও শিক্ষক বাতায়নে নিয়মিত কাজ করেন। এছাড়া তিনি কালির বাজার কলেজ ও চাঁদপুর জেলায় আইসিটি বিষয়েও কাজ করছেন। কোভিড- ১৯ সময়ে  কলেজ বন্ধ থাকাকালীন নিয়মিত জুম এ্যাপস ও গুগল মিটে ক্লাস পরিচালনা করে তিনি শিক্ষার্থীদের পাঠবই মুখি করতে সক্ষম হয়েছেন।

এম্বাসেডর  হওয়ার  সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য আরও কাজ করতে চাই।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলার তালা থানার অধিবাসী স্বপন কুমার দাশ ২০০৪ সাল থেকে ফরিদগঞ্জের কালির বাজার কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

শেয়ার