Top

ন্যান্সির মামলায় আসিফের বিরুদ্ধে আদালতের সমন

০৩ জানুয়ারি, ২০২১ ১০:৪০ পূর্বাহ্ণ
ন্যান্সির মামলায় আসিফের বিরুদ্ধে আদালতের সমন

সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। সংগীতশিল্পী ন্যান্সির করা মানহানির মামলার প্রেক্ষিতে এই সমন জারি করে আদালত।

গত বছরের (২০২০ সাল)  ১০ জুলাই ন্যান্সি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগ তদন্তের পর প্রাথমিক সত্যতা পেলে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত তা আমলে নিয়ে গত ৩১ ডিসেম্বর আসিফ আকবরকে সমন পাঠিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে আসিফ আকবর তার বিরুদ্ধে অসম্মানজনক কথা বলেছেন, যে কারণে তাকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন ন্যান্সি।

ন্যান্সি বলেন, তিনি সবসময়ই আসিফ আকবরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তারা একসঙ্গে গান করেছেন। কিন্তু কোনো কারণ ছাড়াই বিভিন্ন গণমাধ্যমে আসিফ আকবর ন্যান্সিকে নিয়ে অসম্মানজনক কথা বলে এসেছেন। এ নিয়ে তাকে সতর্ক করার পরও তিনি এ আচরণ বন্ধ করেননি।

ন্যান্সি আরও জানান, আসিফের কটূক্তির বিষয়গুলো গণমাধ্যমে প্রচার হলে পরিবারের কাছে তাকে হেয় হতে হয়। এ নিয়ে তার সন্তানদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে ন্যান্সিকে।

আসিফ আকবর ৩১ ডিসেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে বলেন, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এ কারণে তাকে ময়মনসিংহ যেতে হবে। তবে তিনি অভিযোগকারীর নাম উল্লেখ করেননি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী জানান, ন্যান্সির অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশ তদন্ত করেছে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত ১১ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসিফ আকবরকে সমন পাঠায় ৩১ ডিসেম্বর।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার