প্রার্থনা ফারদিন দীঘি। মডেল ও অভিনেত্রী। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে কাজ করছেন তিনি। এ ছাড়াও বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন বছরের যে ছবিগুলোর শুটিং শুরু করবেন। সমসমায়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
চারদিকে এত আওয়াজ। শুটিংয়ে…
আজ শুটিং নেই। দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ ছবির ডাবিং করছি। যদিও ছবিটির দৃশ্যধারণ এখনও পুরোপুরি শেষ হয়নি। এখনও দুটি গানের চিত্রায়ণ বাকি। যেহেতু ড্রামা অংশের চিত্রায়ণ শেষ, তাই ডাবিং করে কাজটি এগিয়ে রাখছেন পরিচালক। এই ছবিতে আমার সহশিল্পী আসিফ ইমরোজ। আশা করছি, খুব শিগগির ছবির বাকি অংশের চিত্রায়ণও শেষ হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ‘বঙ্গবন্ধু’ ছবিতে ‘রেণু’ চরিত্রে অভিনয় করবেন। চরিত্রটি নিয়ে প্রস্তুতি কেমন?
ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত এই ছবির জন্য গত বছরের শুরু থেকেই প্রস্তুতি নিচ্ছি। এই ছবিতে আমাকে জাতির পিতার স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ‘রেণু’র কিশোরী বেলার চরিত্রে দেখা যাবে। যখন জানতে পারলাম, চরিত্রটির জন্য আমি নির্বাচিত হয়েছি, তখন থেকেই অনেক বই পড়ে ইতিহাস জানার চেষ্টা করছি। বেশ কয়েকটি ভিডিও চিত্রও দেখেছি। করোনার কারণে লকডাউন না হলে এতদিনে ছবির কাজ শেষ হয়ে যেত। জানতে পেরেছি, আগামী ২০ জানুয়ারি থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে। যতদূর জেনেছি, আমার অংশের চিত্রায়ণ শুরু হবে ২৫ জানুয়ারি থেকে।
আপনি তো শামীম আহমেদ রনীর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতেও একই চরিত্রে অভিনয় করেছেন?
হ্যাঁ। কাকতালীয়ভাবে একই চরিত্রে দুটো ছবিতে কাজ করছি। এরই মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ শেষ হয়েছে। গত বছরের ১১ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় ছবিটি মুক্তি পায়নি। আশা করছি, খুব শিগগির ছবিটি মুক্তি পাবে। বলতে পারি, এই ছবির মাধ্যমে দর্শক নতুন এক দীঘিকে আবিস্কার করবেন।
শিশু শিল্পী হিসেবে পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি। নায়িকা হিসেবে দর্শকের প্রত্যাশা কতটুকু ধরে রাখতে পারবেন বলে মনে করেন?
এটা দর্শকই ঠিক করবেন। তবে আমার বিশ্বাস, আমি পারব। কারণ আমি সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ফলে নায়িকা হিসেবেও দর্শকের প্রত্যাশা পূরণ করতে চাই।
শুনলাম, শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে অভিনয় করছেন…
না। এটা পুরোপুরি বানোয়াট খবর। একটা সময় আমি আর শাকিব আঙ্কেল [শাকিব খান] বাবা-মেয়ে, চাচা-ভাতিজি- এ ধরনের চরিত্রে অভিনয় করেছি। তবে নায়িকা হিসেবে এখনও কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি।
পড়াশোনার কী খবর?
এ বছরে এইচএসসি পরীক্ষা দেব। করোনার এই সময়ে যেহেতু কাজ কম ছিল, তাই পরীক্ষার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করছি। আশা করছি, পরীক্ষায় ভালোভাবেই অংশ নিতে পারব।
বাণিজ্য প্রতিদিন/এমআর