Top
সর্বশেষ

ধুনটে স্বামী পরিত্যক্তা নারীকে হত্যাচেষ্টা, যুবক আটক

১১ মার্চ, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
ধুনটে স্বামী পরিত্যক্তা নারীকে হত্যাচেষ্টা, যুবক আটক
ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনটে ঘুমন্ত অবস্থায় থাকা লতা খাতুন (৪১) নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে ধুনট পৌর এলাকার পুর্বভরণশাহী গ্রামে এ ঘটনা ঘটে। লতা খাতুন পৌর এলাকার পূর্বভরণশাহী গ্রামের আনোয়ারুল হক দোলার মেয়ে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শুক্রবার বেলা ১১টার দিকে সজিব হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সজিব হোসেন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লতা খাতুন স্বামী পরিত্যক্তা। প্রায় ৩০ বছর আগে চাচাতো ভাই আবুল কালামের সাথে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জন্ম হয়। ১০ বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদ হয় তার।তারপর থেকে সে বাবার বাড়িতে টিনের তৈরী ঘরে বসবাস শুরু করেন। এ অবস্থায় বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজের ঘরে একাই ঘুমিয়ে পড়ে সে। মধ্যরাতের দিকে ঘরের বেড়া ভেঙ্গে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে। এসময় তারা ঘুমন্ত লতা খাতুনের গলায় ধারালো অস্ত্র চালিয়ে হত্যাচেষ্টা করে।

এসময় দুর্বৃত্তের কবল থেকে বাচার জন্য ধস্তবস্তি শুরু করে সে। এতে তার গলা, কানের পাশে এবং হাত কেটে যায়। লতার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছার আগেই দূর্বৃত্তরা ঘরের ভেতর থেকে পালিয়ে যায়। এ অবস্থায় স্বজনরা লতা খাতুনকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্ত সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে কে বা কারা অসৎ উদ্যেশে ওই নারীর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার