Top

শেষ পর্যায়ে বইমেলায় উপচে পড়া ভীড়

১২ মার্চ, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ
শেষ পর্যায়ে বইমেলায় উপচে পড়া ভীড়
মেহেরাবুল ইসলাম সৌদিপ :

অমর একুশে বইমেলা ২০২২ এর শেষ পর্যায়ে এসে পাঠক ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভীড় পড়েছে। এ দিনে মানুষের যেনো ঢল নেমেছে। পুরো মেলা প্রাঙ্গণেই ছিল দর্শনার্থীদের আনাগোনা।

গতকাল শনিবার অমর একুশে বইমেলার ২৬তম দিন। এ দিন মেলা চলে সকাল ১১:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত। এছাড়াও বিকাল ৪:০০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় একুশের গল্প ও উপন্যাস শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন রফিকুর রশীদ। আলোচনায় অংশগ্রহণ করেন পাপড়ি রহমান এবং স্বকৃত নোমান। সভাপতিত্ব করেন ইমদাদুল হক মিলন। এছাড়াও সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বইপ্রেমীদের আনাগোনা আর ঘোরাফেরায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কেউ বই কিনছেন, কেউ হাতে নিয়ে দেখছেন আবার কেউবা প্রিয় লেখকের বই কবে আসবে এ খোঁজ নিচ্ছেন। বরাবরের মতো অনন্যা, কাকলী, তাম্রলিপি, প্রথমা, পাঞ্জেরি প্রকাশনীর প্যাভিলিয়নগুলো ছিল ক্রেতাদের প্রধান আকর্ষণ। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দিরের পাশে শিশু চত্বরেও দেখা যায় শিশুদের ভিড়।

তবে প্রতিটি প্রবেশ গেটে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মেপে, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের বিষয়টিতে জোর দেওয়া হলেও মেলা প্রাঙ্গণে প্রবেশের পর তা মানার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা গেছে।

বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মীরা জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও ছুটির দিন বিবেচনায় দর্শনার্থী ও পাঠকের চাহিদা মেটাতে প্যাভিলিয়ন ও স্টলে যথেষ্ট বই মজুদ রাখাসহ সব প্রস্তুতি ছিল। তবে দুপুর পর্যন্ত মেলায় আসা দর্শনার্থীর সংখ্যা ছিল হাতেগোনা। বিকেল থেকে মানুষের উপস্থিতি বেড়েছে।

বই মেলায় ঘুরতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ ফাইয়াজ বলেন, আমি প্রায় প্রতিদিনই মেলায় আসি। আজ মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। কিছুটা বিরক্তও লাগছে। তবে আমেজ ফেরায় ভালো লাগাও কাজ করছে।

এ বছর ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি স্টল দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। বড় বড় কয়েকটি স্টল কর্মীদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, অন্যান্য বছরের চেয়ে এই বছর ভালো বই বিক্রি করতেছেন এবং কাস্টমারদের ও স্টল গুলোতে ভিড় দেখা যায়। আর আমরা পাঠকের চাহিদা অনুযায়ী বই দিতে সবসময় চেষ্টা করি।

প্রতিদিনের ন্যায় এ দিন ও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রাবন্ধিক বলেন, শুভবোধসম্পন্ন যা আমাদেরকে নন্দিত করে অর্থাৎ আনন্দ দেয় তা-ই নান্দনিক। শুভ চেতনা, সুন্দর চেতনা যখন মঙ্গলময় সমাজ নির্মাণ করে তখন সেটিই হয় নান্দনিক সমাজ। যেকোনো শিল্পই শুভ-সুন্দর চেতনা দিয়ে নান্দনিক সমাজ গঠনে সহায়ক। আবৃত্তি একটি শিল্প বিধায় আবৃত্তিও নান্দনিক সমাজ গঠনে ভূমিকা রাখে। আবৃত্তি মনকে পরিশুদ্ধ করে, চেতনাকে জাগ্রত করে। কবিতার বিষয় এবং পঙ্ক্তিসমূহ যদি যথাযথ আবৃত্তির মাধ্যমে অর্থসহ শ্রোতার কাছে পৌঁছানো যায়, তাহলে সেটা মানুষের নান্দনিক চিন্তা বৃদ্ধিতে সহায়তা করে।

আলোচকবৃন্দ বলেন, ইতিহাসের ধারাবাহিকতার দিকে তাকালে দেখা যায় ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পর্যন্ত নানা আন্দোলন সংগ্রামে কবিতার ভাষা আবৃত্তির মাধ্যমে গণমানুষের প্রতিবাদের ভাষায় রূপান্তরিত হয়েছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে আবৃত্তিচর্চা আরো জোরদার হয়েছে। বৈষম্যহীন, মানবিক ও নান্দনিক সমাজ প্রতিষ্ঠার জন্য আবৃত্তিচর্চার পরিসর ও নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করতে হবে।

সভাপতির বক্তব্যে জাহিদুল হক বলেন, আবৃত্তি এমন এক নান্দনিক শিল্প যা মানুষকে মানবিক ও পরিশুদ্ধ করে তোলে। আবৃত্তিশিল্প অভিনয় শিল্পেরই অংশ। মহৎ কবিদের কবিতায় যে বাণী থাকে তা আবৃত্তিশিল্পী তার অভিনয়-দক্ষতায় মানুষের অন্তরে পৌঁছে দেয় এবং মানুষের মধ্যে মানবপ্রেম, প্রকৃতিপ্রেম ও দেশপ্রেমকে জাগ্রত করে। তখনই সমাজ নান্দনিককতাপূর্ণ হয়ে ওঠে।

মেলায় ঘুরতে আসা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহি বলেন, আমি আসবো আসবো বলে সময় নিয়ে আসতে পারছি না। কিন্তু যখন জানতে পারলাম আর মাত্র ৫দিন বাকি আছে তাই আজ চলে আসলাম প্রাণের বই মেলায় এবং পছন্দের বই-ও কিনে নিলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈমা আক্তার বলেন, অন্যান্য বছরের চেয়ে এবছর বই মেলার পরিবেশ অন্য রকম, কেননা হয়রানি ইভটিজিং ইত্যাদি এই কাজ গুলো এবার চোখে পড়ে নাই এবং এই বছর আইন শৃঙ্খলা কর্মীরাও দক্ষতার সাথে কাজ করতেছে যা চোখে পড়ার মতো।

প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হয় অমর একুশে বই। এবার মেলা শুরু হয় ১৫ই ফেব্রুয়ারী। শেষ হওয়ার কথা ছিল ২৮শে ফেব্রুয়ারী, কিন্তু তা আরও ১৭দিন বাড়িয়ে আনা হয় অর্থাৎ ১৭ই মার্চ পর্যন্ত চলবে এবারের গ্রন্থমেলা।

গত বছরে করোনাভাইরাসের কারণে বিকাল ৫টার মধ্যে স্টল গুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এবছর একটু ব্যতিক্রম প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত স্টলগুলো খোলা রাখতে দেখা যায়। এবার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ মিলিয়ে মেলার মোট আয়তন প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট। আছে ৩৫টি প্যাভিলিয়ন।

শেয়ার