জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমতুল মুনিম বলেছেন, কর হ্রাস ও আদায় সহজিকরণের প্রক্রিয়া অটোমেশনের কাজ চলছে। বেশি লোককে করের আওতায় আনা গেলে কাঙ্খিত রাজস্ব আহরন সম্ভব হবে এবং করের হার কমিয়ে দিলে রাজস্ব প্রদান সহজ হবে। এতে করে কর দাতা ও কর গ্রহীতার মধ্যে দূরত্ব অনেকটা কমে আসবে।
রোববার দুপুরে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট প্রস্তাব বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ময়মনসিংহ বিভাগের ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি শংকর সাহার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদিক ও শামস উদ্দিন আহমেদ, ঢাকা উত্তর কাস্টমস, ভ্যাট অ্যান্ড এক্সাইজের কমিশনার ফারজানা আফরোজ, ট্যাক্সেস বারের সভাপতি এসএম সাদিক হোসেন, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি ইমরান ওমর, জামালপুর চেম্বারের সভাপতি রেজুয়ান কবীর রেজু, কিশোরগঞ্জ চেম্বারের মজিবুর রহমান বেলাল, শেলপুর চেম্বারের সাবেক সভাপতি মো. মাসুদ, ব্যবসায়ী নেতা রেজাউল করিম মুরাদ ও ইয়াজদানী কোরায়শী কাজল প্রমুখ।