Top

চালু হবে কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থাঃ ডা. দীপু মনি

১৩ মার্চ, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ
চালু  হবে কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থাঃ ডা. দীপু মনি
রংপুর প্রতিনিধি :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনায় লেখাপড়া ক্ষতিগ্রস্থ হওয়ায় ২০২২ ও ২০২৩ বর্ষের পরীক্ষার্থীরা পূণর্বিন্যাস সিলেবাসে পরীক্ষা দেবেন। এছাড়াও শুধু পরীক্ষা নির্ভর, সার্টিফিকেট নির্ভর শিক্ষা আর নয়, কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য বর্তমান সরকার কাজ করছে বলেও তিনি জানান।

শিক্ষামন্ত্রী রোববার দুপুরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় উত্তর বাংলা কলেজ আয়োজিত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা পদ্ধতি বদলানোর মাধ্যমে শিক্ষা সংকোচন নয় বরং কর্মসংস্থান উপযোগি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে। যাতে করে শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে দক্ষতাবৃদ্ধি পায়।

দীপু মনি বলেন, এখন ঝরে পড়ার হার অনেক কমে গেছে। আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। আমরা চাইছি শুধু শিক্ষা নয়, শিক্ষার্থীদের মাঝে সব বিষয়ে দক্ষতা বাড়িয়ে দক্ষ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। বঙ্গন্ধু যেমন সোনার বাংলায় সোনার মানুষ চেয়েছেন, আমরা সেই সোনার মানুষ তৈরি করছি। সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা স্কটল্যান্ড গ্লাসগো বিশ্ববিদ্যালযের অর্থনীতির প্রফেসর ড. মোজাম্মেল হক, লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান, কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, কাকিনা ইউনিয়নের চেয়ারম্যান তাহির তাহু প্রমূখ।

শিক্ষামন্ত্রী কলেজটিকে সরকারীকরণে প্রধানমন্ত্রীর নিকট সুপারিশ, মেয়দের হোস্টেল নির্মাণ, নুতন আরও অনার্স কোর্স চালু সহ কলেজটির উন্নয়নে বিভিন্ন আশ্বাস প্রদান করেন।

শেয়ার