ভারতের পশ্চিমবঙ্গে সদ্য নির্বাচিত দুই কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। একইদিন রোববার (১৩ মার্চ) পৃথক সময়ে এই ঘটনা ঘটে।
এদিন সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার পানিহাটির আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলঘড়িয়ার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার সময় নিজ এলাকার একটি পার্কের কাজের দেখভাল করতে গিয়েছিলেন অনুপম দত্ত। সেসময় মোট চারজন মোটরসাইকেলে করে এসে সামনে থেকে তাকে গুলি করে। পালিয়ে গেছে হামলাকারীরা।
এ ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি দাবি করেন বিজেপির নেতাকর্মীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। উল্টো তিনি তৃণমূল কংগ্রেসের কোন্দলকে দায়ী করেছেন।
অপরদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ঝালদার পৌরসভার সদ্যজয়ী কংগ্রেস প্রার্থী তপন কান্দুকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে রাঁচিতে স্থানান্তর করা হয়। সেখানে মৃত্যু হয় তার।
এক সময় বিজেপি করতেন তপন কান্দু। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। খুনের ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় বিধায়ক জ্যোতির্ময় সিং মাহাতো।
নির্বাচনে ঝালদার ১২টি মধ্যে পাঁচ ওয়ার্ডে জেতে তৃণমূল। কংগ্রেস জেতে পাঁচটি ওয়ার্ডে, দুটিতে জেতে নির্দল। নির্বাচনের পর তৃণমূলে যোগ দেন একজন নির্দল প্রার্থী।