Top
সর্বশেষ

জাতিসংঘ শান্তিরক্ষীদের ইউক্রেনে দেখতে চায় না রাশিয়া

১৪ মার্চ, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
জাতিসংঘ শান্তিরক্ষীদের ইউক্রেনে দেখতে চায় না রাশিয়া

সামনে থেকে ছুটে আসা কামানের গোলা থেকে বাঁচতে নিজেদের কাভার করছেন ইউক্রেনের সৈন্যরা। কিয়েভের বাইরে থেকে রোববার এই ছবিটি তোলা হয়

টানা প্রায় তিন সপ্তাহ ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ সামরিক বাহিনীর জোরদার হামলার কারণে অল্প কয়েকদিনের মধ্যেই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের এই দেশটি। আবার রাজধানী কিয়েভসহ অনেক এলাকায় ইউক্রেনীয় যোদ্ধাদের শক্ত প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা।

এই পরিস্থিতিতে জাতিসংঘের অধীনে ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর কোনো কারণ দেখছে না মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম এই তথ্য সামনে এনেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রুশ বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা বিভাগের পরিচালক পিয়োটর ইলিয়েচেভ বলেছেন, (ইউক্রেন) রাশিয়ার নিয়ন্ত্রণে থাকায় সেখানে শান্তিরক্ষীদের প্রয়োজন নেই।

এদিকে চলমান সংকট সমাধানে নতুন রাউন্ড আলোচনা শুরু হতে যাচ্ছে। সোমবার ভিডিওলিংকের মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হবে। কিয়েভের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

শেয়ার