Top

আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভারতীয় বিচারপতির ভোট

১৭ মার্চ, ২০২২ ১:০২ অপরাহ্ণ
আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভারতীয় বিচারপতির ভোট

ইউক্রেনে অবিলম্বে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক আদালতের দেওয়ার রায়ের পক্ষে ভোট দিয়েছেন ভারতীয় একজন বিচারপতি। তার নাম দলবীর ভান্ডারী।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নীতির বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকে ভারত। একইসঙ্গে কূটনৈতিক স্তরে চলমান সংকট নিরসন করা উচিত বলে প্রস্তাব দেয় ভারত। এরইমধ্যে বিচারপতি দলবীরের আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া দিল্লিকে অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান নিয়ে গতকাল বুধবার (১৬ মার্চ) ভোট হয় আন্তর্জাতিক আদালতে। সেখানে শুনানিতে আদালত বলেন, ইউক্রেনে রাশিয়ার এ সামরিক অভিযান নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং চিন্তিত। রাশিয়া যেভাবে বল প্রয়োগের রাস্তায় হেঁটেছে, তা আন্তর্জাতিক নিয়মকে লঙ্ঘন করার সামিল। দ্রুত এ সামরিক অভিযান থেকে নিজেদের সরিয়ে নিক রাশিয়া।

আন্তর্জাতিক আদালতে ১৫টি দেশের বিচারপতি রয়েছেন। আমেরিকা, স্লোভাকিয়া, ফ্রান্স, মরক্কো, সোমালিয়া, উগান্ডা, ভারত, জামাইকা, লেবানন, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়ার বিচারপতিরা এবং একজন অস্থায়ী বিচারপতি রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক আদালতের যুদ্ধ বন্ধের নির্দেশের বিরুদ্ধে ভোট দিয়েছেন আদালতের ভাইস-প্রেসিডেন্ট রাশিয়ার কিরিল জেভরজিয়ান ও চীনের বিচারপতি সু হানকিন।

দলবীর ভান্ডারী আন্তর্জাতিক আদালতে দ্বিতীয়বার বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১২ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর ২০১৮ সালে ব্রিটেনের মনোনীত প্রার্থী বিচারপতি গ্রিনউডকে হারিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হন তিনি।

এর আগে আন্তর্জাতিক আদালতে ইউক্রেন অভিযোগ করেছিল, লুহানস্ক ও দানেৎস্কে (একত্রে ডনবাস) রাশিয়া যে গণহত্যার অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, এ অভিযোগকে সামনে রেখেই অন্যায়ভাবে সামরিক অভিযান চালাচ্ছে মস্কো। এরপরই রাশিয়াকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিতে আন্তর্জাতিক আদালতের কাছে আর্জি জানায় কিয়েভ।

গত সপ্তাহে ইউক্রেনের প্রতিনিধি অ্যান্টন কোরিনেভিচ আন্তর্জাতিক আদালতে বলেন, রাশিয়ার এ আগ্রাসন নীতি বন্ধ করতে আদালত হস্তক্ষেপ করুক।

আন্তর্জাতিক আদালতে যুদ্ধ বন্ধের রায়ের পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক প্রতিক্রিয়ায় বলেন, আন্তর্জাতিক আদালতে ইউক্রেনের জয় হলো। এ নির্দেশ মানা উচিত রাশিয়ার। যদি সেটি না মানা হয় তবে আগামী দিনে রাশিয়া আরও বিচ্ছিন্ন হয়ে যাবে।

এদিকে ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে ডয়েচে ভেলে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া বিচারপতি দলবীরের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। রাশিয়া-ইউক্রেন নিয়ে তার নিজস্ব বিশ্লেষণের ভিত্তিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত ও দলবীরের অবস্থান ভিন্ন। ভারত দু’পক্ষকেই যুদ্ধবিরতিতে সম্মত হতে অনুরোধ করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী।

শেয়ার