Top

অ্যাসাঞ্জকে আমেরিকার হাতে তুলে দেবে না লন্ডন

০৫ জানুয়ারি, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ণ
অ্যাসাঞ্জকে আমেরিকার হাতে তুলে দেবে না লন্ডন

উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আমেরিকার হাতে তুলে দিবে না যুক্তরাজ্য। এর আগে জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিকস ওয়েবসাইটের মাধ্যমে গোপন নথি ফাঁস করে সারা বিশ্ব কাপিয়ে দিয়েছিল।

সোমবার (৪ জানুয়ারি) লন্ডনের একটি আদালত এ রায় দেন। রায়ে বলা হয় জুলিয়ান অ্যাসাঞ্জকে আমেরিকার হাতে তুলে দেয়া যাবে না। তবে আমেরিকা তাকে প্রত্যর্পণে আপিলের কথা জানিয়েছে।

উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এখন অনেক শারিরীক ও মানসিক ভাবে অসুস্থ তাই এমন রায় দিয়েছেন আদালত। এর আগে, অ্যাসাঞ্জকে আমেরিকায় প্রত্যর্পণে ওয়াশিংটন কর্তৃপক্ষ লন্ডনের কাছে একটি অন্তর্বর্তীকালীন গ্রেপ্তারি পরোয়ানাও পাঠিয়েছিল।

জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১০-২০১১ সালে হাজারো ণথি ফাঁস করার মধ্য দিয়ে আলোচনায় আসে। এসময় তার বয়স ছিল ৪৯ বছর। আমেরিকার দাবি, অ্যাসাঞ্জ আইন ভঙ্গ করে উইকিলিকসে গোপন তথ্য ফাঁস করেন।

শেয়ার