উত্তাল সমুদ্রে ডুবে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পতাকাবাহী একটি জাহাজের ৩০ ক্রুর মধ্যে ২৯ জনকে উদ্ধার করেছে ইরান।
নিখোঁজ নাবিকের সন্ধানে অভিযান চলছে।
বৃহস্পতিবার ইরানের আসসালুয়েহ বন্দর থেকে ৪৮ কিলোমিটার যাওয়ার পর ডুবতে শুরু করে আল সালমি ৬ নামের একটি জাহাজ। এরপর ওই জাহাজের ক্রুদের উদ্ধারে অন্য জাহাজ ও হেলিকপ্টার পাঠানো হয়।
ইরানি কর্মকর্তারা বলছেন, জাহাজটি যখন উল্টে যায় তখন ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছিল।
আল সামি ৬ জাহাজটি সালেম আল মাকরানি কার্গো নামে একটি কোম্পানির। প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ১৩৮ মিটার লম্বা কার ট্রান্সপোর্টারটি ইরাকের উম কাসর বন্দরের দিকে যাচ্ছিল।
জাহাজের ক্যাপ্টেন নিজার কাদৌরা বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে প্রথমে জাহাজটি কাত হয়ে যায়। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে জাহাজটি পুরোপুরি ডুবে যায়।
জাহাজটির ক্রুদের মধ্যে সুদান, ভারত, পাকিস্তান, উগান্ডা, তানজানিয়া এবং ইথিওপিয়ার নাহগরিক ছিলেন বলেও জানান তিনি।