Top

মিরসরাইয়ে বেসরকারি প্রাথমিক স্কুলের উদ্বোধন 

১৮ মার্চ, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
মিরসরাইয়ে বেসরকারি প্রাথমিক স্কুলের উদ্বোধন 
কমল পাটোয়ারী,মিরসরাই  :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের  পুন: নির্মাণের কাজ   উদ্বোধন  হয়েছে।
শুক্রবার (১৮মার্চ)   দুপুরে করেরহাট ইউনিয়নের নলখো আদিবাসী পাড়ায় বিদ্যালয়টির পূর্ণ নিমাণ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে শিক্ষক অছি ত্রিপুরার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যা রিপন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মো. আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতা থাকাকালীন করেরহাট ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে নলকূপ, গাছ, বাঁশ চুরি করে নিয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে পুণরায় পাহাড়ী অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। পাহাড়ি এলাকায় পৌছেছে বিদুৎ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
তিনি আরো বলেন, আমার দাদার দাদির নামে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এই প্রথমবারের মতো আমার পিতা আপনাদের ৭ বারের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নামে বিদ্যালয়ের নামকরণ করায় আমি ধন্যবাদ জানাচ্ছি।
শেয়ার