Top

সৌদির তেল কোম্পানির আয় ফুলেফেঁপে দ্বিগুণ

২১ মার্চ, ২০২২ ১:০৭ অপরাহ্ণ
সৌদির তেল কোম্পানির আয় ফুলেফেঁপে দ্বিগুণ

সৌদির তেল কোম্পানি আরামকোর আয় ফুলেফেঁপে দ্বিগুণ হয়েছে। ক্রুয়েড তেলের দাম অনেক বেশি থাকায় ২০২১ সালে কোম্পানির নেট আয় বেড়েছে ১২০ শতাংশের বেশি। যদিও এ সময়ে করোনার প্রকোপ কমে বৈশ্বিক অর্থনীতিক প্রবৃদ্ধির গতি সঠিক পথে ছিল। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে আরামকোসহ সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর কয়েক ঘণ্টা পরেই সৌদির সবচেয়ে বড় তেল কোম্পানিটি আয় বাড়ার তথ্য জানায়।

কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, ২০২১ সালে এটির নেট ইনকাম ১২৪ শতাংশ বেড়ে ১১০ বিলিয়ন ডলারে দাঁড়ায়। যা আগের বছর অর্থাৎ ২০২০ সালে ছিল ৪৯ বিলিয়ন ডলার।

অন্যদিকে করোনা মহামারি শুরু হওয়ার আগে অর্থাৎ ২০১৯ সালে আরমকোর নেট আয় ছিল ৮৮ দশমিক ২ বিলিয়ন ডলার। তবে মহামারি শুরুর পর অন্যান্য খাতের মতো জ্বালানি-বিমানখাতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে রয়টার্সে জরিপেও প্রায় একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়। বলা হয়েছিল কোম্পানিটির আয় এসময়ে ১০৯ দশমিক ৭ বিলিয়ন ডলার হতে পারে। এদিকে এমন খবর প্রকাশের পর কোম্পানিটির শেয়ার ৪ শতাংশ বেড়ে যায়।

আরামকোর প্রেসিডেন্ট ও নির্বাহী প্রধান আমিন নাসের বলেন, আমাদের এ শক্তিশালী অর্জনের অন্যতম কারণ হলো আর্থিক শৃঙ্খলা, বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ওপর দৃষ্টি দেওয়া।

তিনি বলেন, যদিও অর্থনৈতিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক কারণগুলোর কারণে অনিশ্চয়তা রয়ে গেছে।

শেয়ার