শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে পুলিশের মুখপাত্র নলিন থালডুয়া বলেন, দেশের দুটি ভিন্ন অংশে পেট্রোল ও কেরোসিন তেলের জন্য অপেক্ষা করার সময় তারা মারা যান। তাদের দুইজনের বয়সই সত্তরের কোটায়।
গত কয়েক সপ্তাহ ধরেই দেশটির সাধারণ নাগরিকরা তেলের জন্য লাইনে দাঁড়াচ্ছে। এসময় তাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অন্যদিকে চলছে নিয়মিত লোডশেডিং।
এদিকে দেশটিতে সরকারবিরোধী আন্দোলনও জোরদার হচ্ছে। এরই মধ্যে অনেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছেন।
গত সপ্তাহে কলোম্বর প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। শ্রীলঙ্কার বিরোধীদল ইউনাইটেড পিপল’স ফোর্স এ বিক্ষোভের নেতৃত্ব দেন।
বৈদেশিক রিজার্ভের পরিমাণ কমে যাওয়ায় দেশটির সরকার আমদানির অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় প্রভাব পড়েছে পরিবহনের ওপরও।
তাছাড়া মুদ্রার অবমূল্যায়নের ফলে পণ্যের মূল্য লাফিয়ে বেড়েছে। এমন অবস্থায় সরকার কিছু ফল ও দুগ্ধ পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এর আগে গাড়ি, টাইলসসহ বেশি কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় শ্রীলঙ্কান সরকার।