Top

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

২৩ মার্চ, ২০২২ ২:০৯ অপরাহ্ণ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। স্থানীয় সময় বুধবার সকালে তাইওয়ানের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের সময় বাড়ি-ঘর কেঁপে ওঠে এবং লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভূমিকম্পে পূর্বাঞ্চলের একটি অর্ধনির্মিত ব্রিজ ধসে পড়েছে। দুটি টেকটোনিক প্লেটের কাছে অবস্থানের কারণে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৯ বলে জানায়। পরে তা কমিয়ে ৬ দশমিক ৬ বলা হলেও সর্বশেষ মূল্যায়ণে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ বলে জানানো হয়।

প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার (৬ মাইল) বলে জানানো হলেও পরে তা ২৪ কিলোমিটার বলে জানানো হয়।

তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ওই ভূমিকম্প। তবে পুরো দ্বীপেই তীব্র কম্পন অনুভূত হয়েছে। অনেকেই জানিয়েছেন, ভূমিকম্পের সময় সবকিছু প্রচণ্ড কেঁপে ওঠে।

এর আগে ২০১৮ সালে দেশটির জনপ্রিয় পর্যটন শহর হুয়ালিয়েনে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৭ জন প্রাণ হারায়। এছাড়া আহত হয় আরও ৩০০ জন।

শেয়ার