Top

শেরপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

২৩ মার্চ, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
শেরপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুস সালাম নামে এক কৃষকের ৩টি বসতঘর, ১টি গোয়ালঘর ও ৩টি গরুসহ ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ২২ মার্চ মঙ্গলবার রাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর এলাকার কৃষক আব্দুস সালামের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আব্দুস সালামের বসতঘর, তার দুই ছেলে বাবুল মিয়া ও বায়েজিদ মিয়ার বসতঘর ও গোয়ালঘরে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ওই এলাকায় প্রশিক্ষণরত সেনা সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৩টি বসতঘরের যাবতীয় মালামাল ও গোয়ালঘরে থাকা ৩টি গরু পুড়ে মারা যায়। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ৫টি গরু। অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব আব্দুস সালাম প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

শেয়ার