Top

হরতালে রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দিবে আশাকরি: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ মার্চ, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
হরতালে রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দিবে আশাকরি: স্বরাষ্ট্রমন্ত্রী
মুহাম্মদ দিদারুল আলম,চট্টগ্রাম :

‘হরতাল, ধর্মঘট, রাজনৈতিক চর্চা। রাজনৈতিক দলগুলো এগুলো করতেই পারে। আমরা মনে করি যে, রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দিবে। তারা কোনো ভাংচুরে যাবে না, ধংসাত্মক কাজ করবে না। জনগণের দুর্ভোগ সৃষ্টি করবে না। করলে যেটা হয় সেটাই হবে।’

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রীর সামনে সাংবাদিকদের প্রশ্ন ছিল ২৮ মার্চ বিভিন্ন বাম সংগঠন হরতাল ডেকেছে বিএনপি আবার সেই হরতালের সমর্থন দিয়েছে। তারা যদি সেখানে কোন নাশকতা করে সেখানে আপনারা কি ব্যবস্থা নিবেন?

প্রতি উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হলো হরতাল, ধর্মঘট, রাজনৈতিক চর্চা। রাজনৈতিক দলগুলো এগুলো করতেই পারে। আমাদের কথা হলো কেউ যদি রাস্তায় প্রতিবন্ধকতা করে, কেউ যদি ভাংচুর করে, কেউ যদি কোনো ধংসাত্মক কিছু করেন তাহলে অবশ্যই নিরাপত্তা বাহিনী তাদের ভূমিকা রাখবে। আমরা মনে করি যে, রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দিবে। তারা কোনো ভাংচুরে যাবেনা, ধংসাত্মক কাজ করবে না। জনগণের দুর্ভোগ সৃষ্টি করবে না। করলে যেটা হয় সেটাই হবে।’

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাম সংগঠনগুলোর ডাকা হরতাল প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে জানাতে চাই দেশবাসীকে। যে জন্য আজকে হরতাল ডেকেছে, সারা বিশ্বে কিন্তু ‌তেলের দাম বেড়েছে শুধু বাংলাদেশ বাড়েনি। আপনার জানেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের জন্য আমাদের পরিবহনের যে ব্যয় তা প্রায় তিনগুণ বেড়ে গিয়েছে। আমাদের দেশ তেল আমদানি করে, আমাদের দেশ অনেক কিছু আমদানি নির্ভর। কাজেই এই আমদানি ক্ষেত্রে যেই দাম অস্বাভাবিক বেড়েছে তার প্রভাব বাজারে কিছু পরেছে তা অস্বাভাবিক কিছু নয়। সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে করে সহনীয় পর্যায়ে থাকে ভ্যাট এবং টেক্স এগুলো কমিয়ে দিচ্ছে। যাতে সহজলভ্য হয়। টিসিবির মাধ্যমে সবার কাছে পৌঁছিয়ে দিচ্ছে। তেলের দাম পেঁয়াজের দাম অনেক কিছু এখন নিম্নমুখী। আমাদের প্রচেষ্টার কোন অভাব নেই। তারপর যদি কেউ হরতাল ডাকে আমাদের কিছু বলার নেই। আমাদের আবেদন থাকবে তারা যেন কোন ধ্বংসাত্মক কিছু না করে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, ‘আজকে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমাদের জন্য সুন্দর একটা যাদুঘর উপহার দিয়েছেন। ২৫ মার্চ রাজারবাগে যে আক্রমণটা হয়েছিল সেটা এখানেও হয়েছিল। এখানেও প্রতিরোধ যুদ্ধ হয়েছিল। এখানেও একজন আমাদের এসপি শামসুল হক সাহেব যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছিলেন। তার সঙ্গে মোট ৮১ জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেছিলেন। আজকে যে স্মৃতি জাদুঘরটি দেখছেন তার এর স্বাক্ষর হিসেবে আমাদের পুলিশ কমিশনার তৈরি করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার এই উদ্যোগকে নতুন প্রজন্ম নিশ্চয়ই উপকৃত হবেন এবং নতুন প্রজন্ম জানতে পারবে স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামবাসী কোনদিন মাথা নত করেননি। সবসময় মাথা উঁচু করে থেকেছে। তার এই স্বাক্ষর হলো এই মুক্তিযুদ্ধ যাদুঘর। ধন্যবাদ আপনাদের।’

প্রসঙ্গত, ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে স্বাধীনতাকামী বিপ্লবীদের ব্রিটিশ পুলিশের চট্টগ্রামে অবস্থিত অস্ত্রগার লুন্ঠন, টেলিফোন ও টেলিগ্রাফ অফিসের ধ্বংস সাধন, ইউরোপিয়ান ক্লাবে হামলা চালানোর মাধ্যমে স্বাধীনতা অর্জনের প্রয়াস এবং ১৯৭১ সালের মার্চে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে চট্টগ্রামের এসপি এম শামসুল হক, কোতোয়ালী থানার ওসি আব্দুল খালেক, দামপাড়া পুলিশ লাইন্সের আরআই আকরাম হোসেনসহ ৮২ জন পুলিশ সদস্যের শাহাদাৎ বরণ ও অন্যান্য ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনাবলীকে দৃষ্টিলব্দ অবয়ব প্রদানের লক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দামপাড়া পুলিশ লাইন্সে ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ নির্মাণ করে।

আগামী ২৬ মার্চ বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাদুঘর প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার