Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

জাতীয় স্মৃতিসৌধে জবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

২৬ মার্চ, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে জবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
জবি প্রতিনিধি :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ও বঙ্গবন্ধুর আদর্শের সাংবাদিকদের সংগঠন জবি প্রেসক্লাব। এসময় শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অপর্প করেন সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্য সদস্যরা।

শনিবার (২৬ মার্চ) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান হাসানের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক, সাধারন সম্পাদক আরমান হাসান, সহ-সভাপতি নজরুল ইসলাম,অর্থ-সম্পাদক আহনাফ ফায়াজ, কার্যনির্বাহী সদস্য অনুপম মল্লিক আদিত্য ও অন্যান্য সদস্যরা।

এর আগে সকাল ৭ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার