Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

লক্ষ্মীপুরে নিরীহ চা দোকানীর জমি দখলের চেষ্টা

২৬ মার্চ, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে নিরীহ চা দোকানীর জমি দখলের চেষ্টা
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

চররুহিতা জনতা বাজার মোল্লার হাট রোড করই তোলা বেড়ির পাড় এলাকার চা দোকানদার ইউসুফের ক্রয়কৃত এক কড়া জমি সাদেক গংরা জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে৷

নিরীহ ওই চা দোকানীর তার জমিতে যাওয়ার চেষ্টা করলে তার স্ত্রীকে মারধর করাসহ হত্যার হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতা ভুকতেছে তার পরিবার।

এ ঘটনা ঘটে গত মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়নের কাঞ্চনী বাজার রোড করইতলা বেড়িবাঁধ এলাকায় আব্দুল লতিফ ডাক্তার বাড়িতে।

শুক্রবার ভুক্তভোগী চা দোকানি জমির মালিক ইউসুফ, তার স্ত্রী শাহিনুর বেগম জানিয়েছেন, চররুহিতা মৌজার ৪০০১ দাগে এমাম উদ্দিন গংদের থেকে ২০১৯ সালে দেড় শতাংশ জমি খরিদা সূত্রে মালিক হয়েছি। হঠাৎ ৩ বছর পর গত মঙ্গলবার সাদেক গংরা অবৈধভাবে আমার ক্রয়কৃত জমিতে অনুপ্রবেশ করে জমির জবরদখল করে গাছপালা কেটে জমিতে থাকা সীমানার বেড়া কেটে নেয়ার চেষ্টা করে সাদেক গংরা। এতে ইউসুফ, তার স্ত্রী শাহিনুর বেগম বাঁধা দিলে দখলবাজ সাদেক, বাদশা, শহিদ, ইউসুফ গংরা এলোপাতাড়ি পিটিয়ে আহত করে শাহিনুর বেগমকে। এবং দখল নিতে চেষ্টা করে। তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে।

পরে আহত শাহিনুর বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা করা হয়।

তারা আরো জানায় জমি দখলবাজদের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি জানিয়েছেন জমির মালিক ইউসুফ।

সাদেক গং জানিয়েছেন এ জমি আমাদের রেকর্ডিও মালিক আমরা ৪ শতাংশ সম্পত্তির ইউসুফ গংদের থেকে পাবো, তবে গাছ পালা কেটে, জমির সীমানার আর্লী কেটে ও দখলের বিষয়ে অস্বীকার করে বলেন বিরোধ কৃত জমি আমাদের বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউপি ৪, ৫, ৬ নং ওয়ার্ড সদস্য রেশমা আক্তার জানিয়েছেন জমি নিয়ে বিরোধ, লোক মারপথে জানতে পেরেছি। তবে পক্ষ – বিপক্ষে কেউ আমাকে জমি নিয়ে বিরোধ বিষয়ে মারমারি ঘটনা অবগত বা লেখিত কোন অভিযোগ দেয়নি।

 

শেয়ার