জানা গেছে, ইয়াকভ রেজান্টসেভ নামের ওই জেনারেল রাশিয়ার ৪৯তম সম্মিলিত সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি ইউক্রেনে মারা যাওয়া সপ্তম রুশ জেনারেল ও দ্বিতীয় লেফটেন্যান্ট জেনারেল।
ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, চোরনোবাইভকা বিমান ঘাঁটিতে নিহত হয়েছেন তিনি। যেটিকে রাশিয়া কমান্ড পোস্ট হিসেবে ব্যবহার করছে। সেখানে প্রায়ই হামলা চালায় ইউক্রেনের বাহিনী।
এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক মাস পার হয়েছে। ইউক্রেন সেনারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সেনাদের সঙ্গে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেমন হার মানতে রাজি নন, তেমনি পুতিন সরকারও যুদ্ধ থামাতে নারাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তরফে জানানো হয়, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্ব অনেকাংশেই শেষ। এখন পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল পুরোপুরি ‘মুক্ত’ করার দিকে নজর থাকবে রাশিয়ার।
তাছাড়া ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকায় বহু স্থাপনা ধ্বংস হয়েছে। বেসামরিক লোক হতাহতের পাশপাশি দেশ ছাড়েন প্রায় ৩০ লাখ মানুষ। দেশটির অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছে।
রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। টানা এক মাস ধরে যুদ্ধ চললেও এখনো বড় কোনো শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেই রাশিয়ার।