Top

রমজানে প্রাথমিকে নতুন রুটিন, থাকছে নামাজের বিরতি

২৭ মার্চ, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
রমজানে প্রাথমিকে নতুন রুটিন, থাকছে নামাজের বিরতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান মাসে ক্লাস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি পাবেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এতে সই করেন অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনিষ চাকমা।

অফিস আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। শুধুমাত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান পরিচালনার জন্য নির্দেশনাগুলো পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চার নির্দেশনা

১. পবিত্র রমজান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত শ্রেণি পাঠদান চলবে।

২. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষক সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাস বিন্যাস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।

৩. পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে।

৪. প্রধান শিক্ষকরা প্রস্তুতকৃত রুটিনের বিষয়ে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাবেন।

গত মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ রমজান পর্যন্ত ক্লাস চালিয়ে যাওয়ার আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষকরা পুরো রমজানই ছুটি বহাল রাখার দাবি করছেন।

শেয়ার