Top

টাঙ্গাইলে চারশ ৭টি প্রধান শিক্ষক সাতশ ১৪টি সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে

২৯ মার্চ, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে চারশ ৭টি প্রধান শিক্ষক সাতশ ১৪টি সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে
হাসান সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে বিপুল সংখ্যক পদ শুন্য রয়েছে। শিক্ষক স্বল্পতার কারণে ব্যহত হচ্ছে পাঠদান। ফলে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি হাজার হাজার শিশু কিশোর। যেসকল বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেই সব বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে পদায়ন করা হয়েছে। এতে করে বিপুল সংখ্যক সহকারী শিক্ষকের পদ শুন্য হয়ে পড়েছে। তাছাড়া মামলা জনিত কারণে ২১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ রয়েছে।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, টাঙ্গাইল জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ রয়েছে এক হাজার ৫২৩টি । এর মধ্যে কর্মরত রয়েছে এক হাজার ২১৬জন। ৪০৭টি পদ শুন্য রয়েছে। জেলায় সহকারি শিক্ষক রয়েছেন আট হাজার ৪৩৩ জন। কর্মরত রয়েছেন সাত হাজার ৭১৯জন। সাতশ ১৪টি সহকারি শিক্ষকের পদ শুন্য রয়েছে । ঘাটাইলে প্রধান শিক্ষক পদে একশ ৭২ জনের মধ্যে রয়েছেন একশ ৩৭জন। ৩৫ জনের পদ শুন্য রয়েছে। সহকারি শিক্ষক পদে ৯১৬ জনের মধ্যে রয়েছে আটশ ৮৮ জন। শুন্য রয়েছে ৮৮টি পদ। সখিপুরে প্রধান শিক্ষক পদে একশ ৪৭ জনের মধ্যে কর্মরত রয়েছেন একশ ৩৬ জন। ১১টি পদ শুন্য রয়েছে। সহকারি শিক্ষক পদে
সাতশ ৮ জনের মধ্যে রয়েছেন ছয়শ ৪৭ জন। শুন্য রয়েছে ৬১টি পদ। গোপালপুরে প্রধান শিক্ষক পদে একশ ৬১জন থাকার কথা থাকলেও রয়েছেন একশ ১৫জন। শুন্য
রয়েছে ৪৬ জনের পদ। সহকারি শিক্ষক পদে সাতশ ৫৯ জনের মধ্যে রয়েছে ছয়শ ৪৭জন। ৮৫ জনের পদ শুন্য রয়েছে। বাসাইলে প্রধান শিক্ষক পদে ৭৯ জনের মধ্যে রয়েছেন ৬৬জন। শুন্য রয়েছে ১৩টি পদ। সহকারি শিক্ষক পদে চারশ ৩৫ জনের মধ্যে রয়েছেন তিনশ ৮৪জন। ৫১টি পদ শুন্য রয়েছে। টাঙ্গাইল সদর উপজেলায়
প্রধান শিক্ষক পদে একশ ৬৩টি পদের মধ্যে রয়েছেন একশ ৩২জন। শুন্য রয়েছে ৩১জনের পদ। সহকারি শিক্ষক পদে আটশ ৭৩টি পদের মধ্যে কর্মরত রয়েছেন আটশ ৩৪জন শিক্ষক। সেখানে ৩৯ জনের পদ শুন্য রয়েছে। দেলদুয়ারে প্রধান শিক্ষক পদে একশ জনের মধ্যে রয়েছেন ৭৩জন। শুন্য রয়েছে ২৭ জনের পদ। সহকারি শিক্ষক পদে পাঁচশ ২৯টি পদের মধ্যে রয়েছেন চারশ ৭১জন। ৫৮টি পদ শুন্য রয়েছে। মির্জাপুরে প্রধান শিক্ষক পদে একশ ৭০জনের মধ্যে রয়েছেন একশ ৪৮জন। ২২জনের পদ শুন্য রয়েছে। সহকারি শিক্ষক পদে নয়শ ৪২ জনের মধ্যে আটশ ৪৯জন কর্মরত রয়েছেন। ৯৩টি পদ শুন্য রয়েছে। কালিহাতী উপজেলা প্রধান শিক্ষক পদে একশ ৭০ জনের মধ্যে রয়েছেন ৮৮ জন। শুন্য রয়েছে ৮২জনের পদ। সহকারি শিক্ষক পদে নয়শ ১৪ জনের মধ্যে কর্মরত রয়েছেন আটশ ৯৪ জন। সেখানে ২০টি পদ খালি রয়েছে। মধুপুরে প্রধান শিক্ষ পদে একশ ১০ জনের মধ্যে রয়েছেন ৯০জন। খালি রয়েছে ২০টি পদ। সহকারি শিক্ষক পদে পাঁচশ ৪৯ জনের মধ্যে রয়েছেন পাঁচশ এক জন। শুন্য রয়েছে ৪৮টি পদ। নাগরপুরে প্রধান শিক্ষক পদে একশ ৫৬জনের মধ্যে রয়েছেন একশ ১১জন। ৪৫টি পদ শুন্য রয়েছে। সহকারি শিক্ষক পদে আটশ ৩ জনের মধ্যে রয়েছে সাতশ ১৪জন। ৮৯ টি পদ শুন্য রয়েছে। ভুঞাপুরে প্রধান শিক্ষক পদে একশ ১০ জনের মধ্যে রয়েছেন ৮২ জন। শুন্য রয়েছে ২৮জন। সহকারি শিক্ষক পদে পাঁচশ ৯৮ জনর মধ্যে রয়েছেন পাঁচশ ২৯জন। ৬৯ জনের পদ শুন্য রয়েছে। ধনবাড়ি উপজেলায় প্রধান শিক্ষক পদে ৮৫ জন থাকার কথা থাকলেও রয়েছেন ৩৮জন। শুন্য রয়েছে ৪৭ জনের পদ। আর সহকারি শিক্ষক পদে চারশ ৭ জনের মধ্যে কর্মরত রয়েছেন তিনশ ৯৪ জন। ১৩টি পদ শুন্য রয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক শুন্যতার কারণে মানসম্মত পাঠদানে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষার গুনগত মান ও কাংখিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। এছাড়াও কভিডের কারণে শিক্ষার্থীদের বন্ধ হওয়া পড়াশোনার গতি পুনরায় ফিরে আসবে।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, করোনার কারণে দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। এতে পাঠদানে ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে প্রধান ও সহকারী শিক্ষক শুন্য পদের তালিকা মন্ত্রণালয়ে পাঠনো হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে ক্ষতি পুষিয়ে উঠতে পারব।

শেয়ার