Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন

২৯ মার্চ, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন
মাগুরা প্রতানিধি :

সংসদ সদস্য. ড. বীরেন শিকদার মাগুরা সদর উপজেলার ৪ টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ৭১ জন শিক্ষার্থীদের মাঝে সদর উপজেলা
প্রাঙ্গনে আজ বাইসাইকেল বিতরন করা হয়েছে।

সংসদ সদস্য. ড. বীরেন শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে মাগুরা সদর উপজেলার ৪ টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ৭১ জন শিক্ষার্থীদের মাঝে এই বাইসাইকেল বিতরন করেন।

মাগুরা সদর উপজেলার আয়োজনে, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর অর্থায়নে এই বাইসাইকেল শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়। অনুষ্ঠিত বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাছির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য. ড. বীরেন শিকদার বলেন, মাধ্যমিক পর্যায়ের সকল ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রধানমন্ত্রী এ সকল ব্যাবস্থ্য গ্রহন করেছে। এর ফলে সকল ছাত্র-ছাত্রী উপকৃত হয়েছে।

শেয়ার