Top

ইসরায়েলে ফের বন্দুকধারীর হামলা, নিহত ৫

৩০ মার্চ, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ
ইসরায়েলে ফের বন্দুকধারীর হামলা, নিহত ৫

ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে হামলার এ ঘটনা ঘটে।

দেশটির প্যারামেডিকসরা জানান, গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে এটি তৃতীয় হামলার ঘটনা।

ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় যে, বেনি ব্র্যাকের পথে কালো পোশাকধারী এক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই শহরটি পূর্ব ইসরায়েলের একটি বাণিজ্যিক রাজধানী।

এ ঘটনার পর হামলাকারীকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের দাবি, ২৬ বছর বয়সী ওই হামলাকারী ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি। এর আগেও কিছুদিন জেল খেটেছিলেন ওই ব্যক্তি।

তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

সম্প্রতি ইসরায়েলে বন্দুকধারীদের হামলা বেড়ে গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হন স্থানীয় সময় রোববার (২৮মার্চ)। দেশটির পুলিশ জানায়, ওই হামলাকারীদের মধ্যে একজন ছিলেন আরব-ইসরায়েলের নাগরিক। উত্তরের তেল আবিবের হাদেরার প্রধান সড়কে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে দুই বন্দুকধারীও নিহত হন।

এ ঘটনার পাঁচ দিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরশেবায় হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। পরে ওই দুই হামলার ঘটনার দায় স্বীকার করে ইসলামি জঙ্গি গোষ্ঠী (আইএস)।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এধরনের হামলার ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও মঙ্গলবারের হামলার নিন্দা জানিয়েছেন।

শেয়ার