Top

মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, আফগান প্রকল্প আটকে দিলো বিশ্ব ব্যাংক

৩০ মার্চ, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ
মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, আফগান প্রকল্প আটকে দিলো বিশ্ব ব্যাংক

মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়ার অনুমতি দিয়ে ঘোষণা দেওয়ার পরও পিছু হটেছে আফগানিস্তানের তালেবান সরকার। বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বইছে। এর মাঝে বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের কাজ আটকে দিয়েছে তারা।

বিশ্বব্যাংক কর্তৃপক্ষ বলছে, মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়া নিষিদ্ধ করা উদ্বেগজনক। তালেবান সরকারের এ সিদ্ধান্তের কারণে ছয়শ মিলিয়ন ডলারের প্রকল্পের কাজ আটকে দেওয়া হয়েছে।

সাধারণ মানুষের জীবিকা, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে আফগানিস্তানে পুনরায় অবকাঠামো নির্মাণের ট্রাস্ট ফান্ডের (এআরটিএফ) আওতায় জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে চারটি বড় প্রকল্প বাস্তবায়ন করার কথা বিশ্ব ব্যাংকের। কিন্তু ব্যাংকের শর্ত আছে যে, আফগান নারীদের ক্ষেত্রেও সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

তারা আরও জানিয়েছে, চারটি প্রকল্প অনুমোদনের জন্য এআরটিএফ দাতাদের কাছে উপস্থাপন করা হবে। তবে যখন বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অংশীদাররা পরিস্থিতি সম্পর্কে আরও ভালভাবে অবগত হতে পারে এবং প্রকল্পগুলোর লক্ষ্য পূরণ হবে এমন আস্থা থাকে।

বুধবার (২৩ মার্চ) তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ইসলামী আইন অনুসারে একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে।

আফগান সরকারের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে কাতারের রাজধানী দোহায় বৈঠকের পরিকল্পনা বাতিল করেছে। স্থানীয় সময় শুক্রবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, মেয়েদের মাধ্যমিকের স্কুলে যেতে না দেওয়া, তালেবানের এমন সিদ্ধান্তে যারা মর্মাহত হয়েছেন তাদের সমবেদনা জানানো হচ্ছে এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।

গত ১ মার্চ বিশ্ব ব্যাংকের নির্বাহী বোর্ডে জরুরিভিত্তিতে এআরটিএফ ফান্ডে ১ বিলিয়ন ডলার অনুদান দেওয়ার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়। এই অর্থ ব্যবহৃত হওয়ার কথা জাতিসংঘ ও অন্যান্য সংস্থার মাধ্যমে দেশটির মানুষের প্রয়োজনীয় খাতগুলোর উন্নয়নে। তবে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ এবং একই সঙ্গে তালেবানের ক্ষমতাগ্রহণের পর থেকেই এআরটিএফের অর্থ আটকে আছে।

শেয়ার