Top

ইমরান খানকে হত্যাচেষ্টার অভিযোগ

৩১ মার্চ, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
ইমরান খানকে হত্যাচেষ্টার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে কোন সরকারই তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। ২০১৮ সালে নির্বাচনের পর আবারো সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে দেশটিতে।এমন পরিস্থিতিতে দেশটির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন বিপণ্ন। তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে।

জিও নিউজ জানায়, পাকিস্তানের শাসকদল তেহরিক-ই-ইনসাফের বর্ষীয়ান নেতা ফয়জল ভাওদার দাবি করেছেন, ইমরান খানকে পরিকল্পনা মাফিক খুন করার চেষ্টা চলছে। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামাবাদের নীতিনির্ধারকদের মধ্যে। অনেকেই মনে করছেন পাকিস্তানে ফের সেনাবাহিনীর শাসন শুরু হতে চলেছে।

ইমরান খানের জীবন মারাত্মক হুমকিতে বলে দাবি করেছেন তার দলের এক নেতা। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানায়।

পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে আছেন ইমরান। এমন প্রেক্ষাপটে দেশটির ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ফয়সাল ভাওদা দলীয় প্রধান ইমরানের জীবন মারাত্মক হুমকিতে আছে বলে দাবি করেছেন।

দেশটির জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আগামী ৩ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। জিও টিভির সবশেষ প্রতিবেদন অনুযায়ী, বড় ব্যবধানে অনাস্থা ভোটে হেরে যেতে পারেন ইমরান খান।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, আজই (৩১ মার্চ) জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন পাক প্রধানমন্ত্রী।

শেয়ার