মোটরসাইকেল নিয়ে আসার পথে হঠাৎ চোখে পড়ে সামনের মোড়ে দাঁড়িয়ে আছেন ট্রাফিক সার্জেন্ট। অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র চেক করছেন। গলদ পেলেই দিচ্ছেন মামলা।
এমন দৃশ্য দেখে কোনকিছু না ভেবেই মামলা থেকে বাঁচতে হঠাৎ গাড়ি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার পথে বাসের নিচে চাপা পড়ছেন মোটরসাইকেল আরোহী। চলন্ত বিআরটিসি বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী যুবক।
সোমবার (০৪ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। সদর উপজেলার লালাপাড়া মোড়ে ভোলাহাট থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বিআরটিসি বাস মোটরসাইকেল আরোহী যুবককে চাপা দেয়। আহত যুবক জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ইব্রাহিম হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দূর্ঘটনাস্থলের কাছেই লালাপাড়া মোড়ে ট্রাফিক সার্জেন্ট গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করছিলো। এমন সময় মোটরসাইকেল নিয়ে ইব্রাহিম শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। হঠাৎ ট্রাফিক পুলিশের চেকপোস্ট দেখে চাঁপাইনবাবগঞ্জের দিকে না গিয়ে গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে পালানোর চেষ্টা করে আহত ইব্রাহিম।
এসময় বিআরটিসির চলন্ত বাসের চাকার নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ইব্রাহিম হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুল আহমেদ চৌধুরী জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালক পালিয়ে গেলেও বিআরটিসি বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।