Top
সর্বশেষ

ভারতে ১৫ দিনে জ্বালানি তেলের দাম বাড়ল ৯.২০ টাকা

০৫ এপ্রিল, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ
ভারতে ১৫ দিনে জ্বালানি তেলের দাম বাড়ল ৯.২০ টাকা
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে প্রতিদিনই বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম। দেশটিতে আজ পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৮৩ পয়সা এবং ৮০ পয়সা বেড়েছে।

এ নিয়ে ১৫ দিনে ১৩ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হলো। সব মিলিয়ে ১৫ দিনে জ্বালানির দাম লিটার প্রতি বাড়ল ৯.২০ টাকা। জ্বালানি তেলের এমন দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। হু হু করে বাড়ছে শাক-সবজির দামও।

এর আগে সোমবার (৫ এপ্রিল) দেশটিতে যথাক্রমে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে লিটারে ৮০ পয়সা।

আজ কলকাতায় প্রতি লিটার পেট্রল ও ডিজেল যথাক্রমে ১১৪.২৮ এবং ৯৯.২ টাকায় বিক্রি হচ্ছে।

তেলের দাম বৃদ্ধির জন্য ভারত সরকার বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়ার যুক্তি দিলেও সংশ্লিষ্ট মহলের বলছে ভিন্ন কথা। তারা বলছে, অশোধিত তেলের দাম এখনও আগের তুলনায় কিছুটা কমের দিকেই।

গতকাল এ নিয়ে বিরোধীরা সরব হয়েছিল রাজ্যসভায়। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদের আলোচনার প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় সোমবারই বারবার মুলতবি হয় রাজ্যসভার অধিবেশন।

কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানান, যখনই বিরোধীরা জনস্বার্থ সংক্রান্ত বিষয় নিয়ে সংসদে কথা বলতে চায়, তখনই অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। বেণুগোপাল বলেন, ‘কেন্দ্র অন্তত জনতার স্বার্থে বিষয়টিকে স্পষ্ট করুক।’

শেয়ার