গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ রাসেল হলের প্রভোস্ট মো: ফায়েকুজ্জামান মিয়াকে লঞ্চিত করার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
এসময় শাস্তির দাবীতে স্মারকলিপি দেয়া হয়।শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতেহাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো: সোহাগ, বিএমবি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শামীম ওসমান, আইন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাসানুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তরা শেখ রাসেল হলের প্রভোস্ট মো: ফায়েকুজ্জামান মিয়াকে লাঞ্চিত করার প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।
মানববন্ধন শেষে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবীতে প্রক্টর রাজিউর রহমানের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত বুধবার (০৬ এপ্রিল) ভোর রাত ২টার দিকে আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর-ইয়ামিন গ্রুপ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় শেখ রাসেল হলের প্রভোস্ট মো: ফায়েকুজ্জামান মিয়া উপস্থিত হলে তাকে লাঞ্চিত করা হয়।