এসময় রমজান মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন সংগঠনের বর্তমান সভাপতি আতিকুর রহমান, সাবেক সভাপতি মনির হোসাইন এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। পরে উপস্থিত শিশুদের মাঝে খাবারসামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনটির সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন, উপ অর্থ সম্পাদক সাইফুদ্দিন ও প্রচার সম্পাদক আবদীম মুনিব সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি আতিকুর রহমান বলেন, শিশুরা আগামী দিনের কর্ণধার। যেকোন দেশ ও জাতির অস্তিত্ব একটি আদর্শ শিশুর ওপর নির্ভর করে। শিশুরা আদর্শবান হলে যেমন দেশের কল্যাণ বয়ে আসে, তেমনি একটি দেশের অধঃপতনেও শিশুদের পদস্খলনই মুখ্য। এ জন্য একটি শিশুর আদর্শবান ও চরিত্রবান হওয়ার বিকল্প নেই।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, সি.আর.সি সব সময় সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে, যেন সুবিধাবঞ্চিত শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়। ইসলামে একটি শিশুর আদর্শবান হওয়ার জন্য যাবতীয় পথনির্দেশনা রয়েছে। রোজা ও রমজানের প্রশিক্ষণও এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম।
উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।