গত দুই বছর করোনা মহামারীর কারণে ঈদে বাড়ি ফেরার আমেজ ছিল না দক্ষিণাঞ্চলবাসীর মাঝে। এবারে করোনা সংক্রামন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ঈদুল ফিতরে আগে থেকেই বাড়ি যাওয়ার প্লান করছেন অনেকে।
এদিকে দুই ঈদকে সামনে রেখে প্রতি বছর লঞ্চ মালিকরা একের পর এক বিলাসবহুল অত্যাধুনিক লঞ্চ নামালেও কমছেনা কেবিনের চাহিদা। লঞ্চ বাড়ার সাথে সাথে কেবিনের সংখ্যা বাড়লেও সাধারণ যাত্রীরা সে অনুযায়ী পাচ্ছে না কেবিনের টিকিট। তাদের দালালদের উপর নির্ভর করেই পেতে হয় সোনার হরিণ নামক কেবিনের টিকিট।
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ এপ্রিল থেকে দক্ষিণাঞ্চলের সব লঞ্চের কেবিনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তোভুগী যাত্রী ও তাদের স্বজনরা।
শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে থাকা লঞ্চের কাউন্টারে এসে অনেক যাত্রীকেই কেবিনের টিকিট না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। তারা অভিযোগ করেন টিকিট পাওয়া যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-বরিশাল নৌ রুটে চলাচলকারী ২২টি বিলাসবহুল লঞ্চ ঈদে যাত্রী সেবার জন্য প্রস্তুত রয়েছে। এই ২২টি লঞ্চে সিঙ্গেল, ডাবল, ভিভিআইপি, ভিআইপি, সেমিভিআইপি, শৌখিন ও ফ্যামিলি ক্যাটাগরিতে দুই হাজারের বেশি কেবিন রয়েছে। এছাড়া যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে আগামী ২৮ এপ্রিল থেকে ঈদের পরবর্তী সাতদিন পর্যন্ত বিশেষ সার্ভিস চালু রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানান বরিশাল নদী বন্দর কর্মকর্তা।
এদিকে কেবিনের টিকিট প্রাপ্তির জন্য রমজানের শুরু থেকে আবেদন জমা দেওয়ার নোটিশ দিয়েছিলো বেসরকারি লঞ্চ কর্তৃপক্ষ। অনেকে আবার ১০ রমজান থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সরাসরি টিকিটও বিক্রি করেছেন। এর মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কীর্তনখোলা, পারাবত ও এ্যাডভেঞ্চার লঞ্চের কেবিনের টিকিট শেষ হয়েছে বলে জানা গেছে।
নগরীর ফজলুল হক এ্যাভিনিউ’র এমভি মানামী লঞ্চ কাউন্টারে টিকিট নিতে আসা সেলিম চৌধুরী বলেন, ঢাকা থেকে মেয়ে নাতি-নাতনি আসবে, তাই ৩০ এপ্রিলের একটি ডাবল কেবিনের জন্য গত কয়েকদিন ধরে এই কাউন্টার থেকে ঐ কাউন্টারে ঘুরেছি। ৩০ এপ্রিলের একটি ডাবল কেবিনের টিকিট কোনো লঞ্চে পাইনি।
একই অভিযোগ করে সুন্দরবন লঞ্চের কাউন্টারে কেবিনের টিকিট নিতে আসা মঈনুল হক। তিনি বলেন, ঈদের ছুটিতে আগমী ১ মে ঢাকা থেকে ভাই-ভাবী আসার কথা। সেজন্য গত (১৩ এপ্রিল) স্লিপ জমা দিলেও কোনো কেবিন পাইনি। উপায় না পেলে অতিরিক্ত টাকা দিয়ে দালালদের মাধ্যমে কেবিনের টিকিট সংগ্ৰহ করতে হবে।
অনেক যাত্রীই অভিযোগ করে বলেছেন, লঞ্চের টিকিট বুকিং কাউন্টারে টিকিট না পেলেও দালালদের কাছে ঠিকই পাওয়া যায়। তবে সে ক্ষেত্রে গুনতে হয় টিকিটের দ্বিগুণ দাম।
বরিশাল নদী বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, লঞ্চের কেবিনের টিকিট কালোবাজারির একটি বিশাল চক্র রয়েছে। এরা লঞ্চের কাউন্টারের কর্মকর্তাদের যোগসাজশে নামে-বেনামে কেবিন কুবিং করে রাখেন। পরে সেগুলো যাত্রীদের চাহিদা অনুযায়ী দ্বিগুণ দামে বিক্রি করে দালালরা।
এদিকে গত ৬ এপ্রিল থেকে ১৫ এপ্রিল শুক্রবার পর্যন্ত কেবিনের বুকিং আবেদন স্লিপ জমা নেওয়া হয়েছে বলে জানান সুন্দরবন লঞ্চের বরিশাল কাউন্টারের ব্যবস্থাপক মো. জাকির হোসেন। তিনি বলেন, এবার কেবিন অনুপাতে কয়েকগুণ বেশি বুকিং আবেদন স্লিপ জমা পড়েছে। তাই সবাইকে টিকিট দেয়া সম্ভব হবে না। তাছাড়া টিকিট কালোবাজারি ঠেকাতে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। এজন্য আমরা যাত্রীর নাম ঠিকানা রেখে স্লিপ দিচ্ছি।
এমভি কীর্তনখোলা লঞ্চের ম্যানেজার বেল্লাল হোসেন জানান, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কেবিনের টিকিট ছাড়া হয়। পরে এসে টিকিট না পেয়ে অনেকে ক্ষুব্ধ হয়ে নানা অভিযোগ করেন। বাস্তবিক টিকিট কালোবাজারির সুযোগ নেই।
এ ব্যাপারে বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিগত বছরের তুলনায় টিকিটের দালাল আর কালোবাজারি অনেক কমে এসেছে। বিষয়টি নিয়ে আমরা সতর্ক রয়েছি। দু-একদিনে টিকিটের কালোবাজারি রুখতে মাঠে প্রশাসন কাজ শুরু করবে।