১৭ই এপ্রিল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণহত্যা দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর পাকিস্তানি হানাদার বাহিনী এই দিনে প্রথম পীরগঞ্জে প্রবেশ করে তৎকালীন পীরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি ডা. সুজাউদ্দিন আহমদ ও কোষাধ্যক্ষ আব্দুল জব্বার, অধ্যাপক গোলাম মোস্তফা, কৃষক আতিউর রহমান, হোটেল ব্যবসায়ী মোজ্জাফর হোসেন ও অজ্ঞাত আরও দু’জনকে পীরগঞ্জ থেকে তুলে নিয়ে ঠাকুরগাঁও অভিমুখে যাওয়ার পথে
জামালপুর ফার্মে (ভাতারমারী ফার্ম) গুলি ও ব্যয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে ওই রাতেই স্বজনরা গরুর গাড়িতে করে লাশ এনে নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন করে।
উল্লিখিত ৭ শহীদ পরিবারের মধ্যে শহীদ অধ্যাপক গোলাম মোস্তফার নামে ১৯৯৪ সালে শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাক টিকিট প্রকাশ করে ডাক বিভাগ। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ডা. সুজাউদ্দিন আহমদকে শহিদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া পীরগঞ্জ পৌরসভার ৩টি সড়ক যথাক্রমে শহীদ ডা. সুজাউদ্দিন, অধ্যাপক গোলাম মোস্তফা ও আব্দুল জব্বার এর নামে নামকরন করে পৌর কর্তৃপক্ষ। ২০১৮ সালে পীরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে শহীদদের স্মরণে জামালপুর ফার্মে নির্মিত হয়েছে ‘শহীদ স্মৃতিস্তম্ভ’।
২০১৪ সালে পীরগঞ্জ প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে প্রথম সাংগঠনিকভাবে গণহত্যা দিবস হিসেবে ১৭ই এপ্রিল পীরগঞ্জে নানা কর্মসূচি পালন শুরু হয়। এরপর থেকে মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে দিনটি পালন করে আসছে। কিন্তু ৫০ বছর পরে হলেও এই মুক্তিযুদ্ধের শহীদদের সমাধি সংরক্ষণ ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা নিবে সরকার এমনটাই আশা
করছেন তাদের পরিবারের সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, শহীদদের কবর যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
পীরগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ ইতিহাস সম্মিলনি ঠাকুরগাঁও জেলা ইউনিটের উদ্যোগে রোববার
সকাল ১১টায় পীরগঞ্জ প্রেসক্লাব সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।